
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বেলকুচি পৌর অঞ্চলের চালা উত্তর পাড়ার সাতমাথা এলাকায় ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের আয়োজনে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়।
সমাজ সেবক মিজানুর রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাওলানা আব্দুল আওয়াল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক আবুল কালাম আজাদ, আবু ইউসুফ ইসলাম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা তাদের বক্তৃতায়, দীর্ঘ সিয়াম সাধনার মাসে পর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে ট্রাষ্টের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে বলে জানান।