সিরাজগঞ্জে ইফার কাজে গতি ফিরেছে ডি ডি ফারুক আহমেদ যোগদানের পর 

লুৎফর রহমান তাড়াশ: মো : ফারুক আহমেদ। উপ পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়। তিনি সিরাজগঞ্জে যোগদানের পরে ইসলামিক ফাউণ্ডেশনের কাজের গতি ফিরেছে। তার অক্লান্ত পরিশ্রমে জেলার ইসলামিক ফাউণ্ডেশনের সকল কাজে প্রাণ ফিরে পেয়েছে। তার সততা আর দায়িত্ববোধে সহকর্মীদের প্রশংসায় ভাসছেন তিনি।

জানা গেছে, এজেলায় ইসলামিক ফাউণ্ডেশনের একসময় কাজের কোন গতি ছিল না। উপ পরিচালক ফারুক আহমেদ যোগদানের পরে জেলার নয়টি উপজেলায় গিয়ে মাঠ পযার্য়ের কমকর্তা কমচারী সাথে মতবিনিময় করে তাদের পরামর্শে জেলার ইসলামিক ফাউণ্ডেশনের সকল কাজে হাত দেন তিনি । তার সততা আর দক্ষতায় অল্প দিনের মধ্যেই সহকর্মীদের আস্থাভাজন অফিসার হয়ে উঠেন তিনি। শুধু তাই নয় তার ব্যবহারে আলেম ওলামাসহ সাধারণ মানুষের মাঝে তিনি একজন সৎ ও কমঠ অফিসার হিসেবে পরিচিত লাভ করেন।

তিনি যোগদানের পরে সরকারি ভাবে যাকাত আদায়ে সারা ৬৪ জেলার মধ্যে ২০২১ সালে ৪থ,২০২২সালে ৫ম,২০২৩সালে ১০ম ও ২০২৪সালে ৪থ তৃতীয় স্থান লাভ করেন। অথচ এর আগে কখনো ২০তম স্থান লাভ করতে পারেননি এজেলা। উপ পরিচালক ফারুক আহমেদের সততার উদাহরণ গনশিক্ষা প্রকল্পের ৫০. /. টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন তিনি।এছাড়াও ইসলামিক ফাউণ্ডেশনের অধীনে পরিচালিত ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কালক্রমের মাঠ পযার্য়ে তার সুনিবির পরিদর্শনের ফলে প্রান্তিক পযার্য়ে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি শিশুরা ধমীও মূল্যবোধ আর নৈতিক শিক্ষায় আলোকিত হচ্ছেন।

সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো :আনোয়ার হোসেন,ফিল্ড সুপার ভাইজার মো:শাহিন সরকার,মো: আনিছুর রহমান জানান,উপ পরিচালক ফারুক স্যার একজন সৎ ও আদশবান অফিসার। তারা আরো জানান,তিনি এজেলায় যোগদানের পরে নয়টি উপজেলায় কাজের গতি ফিরেছে। তিনি এতটাই সততার সাথে কাজ করেন উপজেলায় সরকারি কোন বরাদ্দ এলে সুপারভাইজারদের নামে বরাদ্দের চেক দিয়ে দেন।অথচ ইতিপূর্বে এর ব্যতায় ঘটেছে।

প্রকল্পের তাড়াশ উপজেলা মডেল কেয়ারটেকার মো :আব্দুল মাজিদ বলেন, আমার চাকুরী জীবনে এত সৎ অফিসার দেখিনি।তিনি আরো বলেন, আমি ২০০৭সাল থেকে এখানে কমরত আছি অনেক ডি ডি স্যারের সাথে কাজ করেছি কিন্তু ফারুক স্যারের মত সৎ কমঠ ও আদশবান অফিসার পাইনি।

চৌহালী উপজেলা মডেল কেয়ারটেকার মো আব্দুল লতিফ প্রতিবেদককে জানান, উপ পরিচালক ফারুক স্যার একজন সৎ ও দায়িত্ববান অফিসার।তার মত ভালো অফিসার পাওয়া বতমান সময়ে দূরুহ ব্যাপার।

প্রকল্পে কমরত শিক্ষক মাওলানা মো আসাদুজ্জামান, আব্দুল কাইয়ুম, আবুল কালাম, মোছা: মিনা খাতুন ও মোছা:মান্জু আক্তারসহ একাধিক শিক্ষক জানান,আমরা দীর্ঘ দিন যাবৎ এখানে চাকুরী করে আসছি বতমান উপ পরিচালক ফারুক আহমেদ স্যারের মত ন্যায় নীতিবান অফিসার দেখিনি। তার বন্ধু সুলভ ও মিষ্টি আচরণে আমরা মুগ্ধ। তার সঠিক দায়িত্ব পালনের ফলেই গন শিক্ষা কাযক্রম সিরাজগঞ্জ জেলার। জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো তরিকুল ইসলাম বলেন,উপ পরিচালক ফারুক আহমেদ স্যার একজন ভালো মানুষ তিনি আলেম বান্ধব মানুষ তার ব্যবহার ও আচরণে এ জেলার আলেম/ ইমামগন সন্তুষ্ট আমরা তার জন্য দোয়া করি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি)। সকালে উপজেলার মৌলারপাড় এলাকা

২৬ মার্চ আমাদের বাংলাদেশে ফেরা উচিত : আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হসিনার সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ছাত্রীকে এক থাপ্পড়ে রণক্ষেত্র চবি এলাকা: শিক্ষাঙ্গনে আবার অস্থিরতা

ডেস্ক রিপোর্ট: দেরিতে বাসায় প্রবেশের চেষ্টা নিয়ে ছাত্রীর সঙ্গে বাসার দারোয়ানের বাগ্‌বিতণ্ডা। এরপর দারোয়ানের এক থাপ্পড়। এর জেরেই ধারালো অস্ত্র, ইট, পাথর ও লাঠিসোঁটা নিয়ে

ধর্মঘটে উত্তাল ছিল দেশ, ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সেদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে

ক্যান্সারে মৃত্যু তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগমের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল

সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প