
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আলোচনায় রফিকুল ইসলাম: স্থানীয়দের অভিযোগ ‘দ্বিতীয় নবীদুল’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় বিভিন্ন ব্যবসা ও সম্পত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন।
তথ্যানুসন্ধানে জানা যায়, একসময় ভ্যানচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন রফিকুল ইসলাম। ২০১৬ সালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে। ওই সময় থেকে তিনি এলাকায় বেশ কয়েকটি ভবন ও খামার গড়ে তোলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, বিদ্যুৎ প্ল্যান্ট, লোড-আনলোড ব্যবসা এবং রেলওয়ের মাটি বিক্রি নিয়ন্ত্রণে নেন। এসব খাত থেকে তিনি প্রতিদিন বিপুল অর্থ আয় করছেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নবীদুল চেয়ারম্যান এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন, বর্তমানে রফিকুল ইসলামও তেমন প্রভাব বিস্তার করছেন। এ কারণে অনেকে তাকে ‘দ্বিতীয় নবীদুল’ বলে উল্লেখ করছেন।
অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের মন্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.