রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ মর্যাদাপূর্ণ বার্ধক্য,বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারা বিশ্বের মতো বাংলাদেশে এবং সিরাজগঞ্জে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রবীণ হিতৈষী সংঘও নিবন্ধীত স্বেচ্ছাসেবী সংস্থা, সিরাজগঞ্জের আয়োজনে, মঙ্গলবার (১ অক্টোবর)সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জের
উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ত্রানও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান,
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, প্রবীণ হিতৈষী সংঘ,সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি মোঃ আরশাদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এসময়ে এনডিপি প্রবীণ কল্যাণ কর্মসূচি প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল, এনডিপি উপ- ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সহ অন্যান্যরা বক্তব্যে রাখেন,
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ ও প্রবীণেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণদেরকে সমাজের বোঝা মনে না করে প্রত্যেক পরিবারে হতে অভিভাবক হিসেবে তাদের সন্মান দিন যত্ন করুন ভালো থাকা খাবার দিন, চিকিৎসা করা সহ তাদের ভালো ভাবে রাখুন। প্রবীনরা জানান, সিরাজগঞ্জে বেসরকারি সংস্থা এনডিপি এনজিও আমাদের কিছু প্রবীণদেকে বসার স্থান করা সহ চিকিৎসা দেয়, বিভিন্ন সময়ে উপকরণ দিচ্ছে। তাই এনডিপির পাশাপাশি আরো অন্যান্য সংস্থা এগিয়ে এসে সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.