সিরাজগঞ্জে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ, উত্তাল এলাকাবাসী

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের নলকা- কোনাবাড়ী সীমান্ত বাজার এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা- রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ১১টার দিকে কলেজ সংলগ্ন মহাসড়কে দেড় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ইউটার্ন নির্মানের প্রতিশ্রুতি দেন এবং আন্ডারপাস নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যায়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, কামারখন্দ হাসপাতাল, কামারখন্দ এলাকায় প্রাথমিক মাধ্যমিক কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানে যাতায়াত ও ধুকুড়িয়া আইডিয়াল কলেজ, ধুকুড়িয়া হাই স্কুল, কৃষি কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ আশেপাশের অনেক প্রতিষ্ঠানে নিয়মিত যেতে হয়। দীর্ঘদিন ধরে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এ দাবি পূরণ না হলে ৩দিন পর ফের রাস্তায় নামা হবে। কড়োতালি ও নানান স্লোগানে এর চাইতে আরও বড় পরিসরে সকলের উপস্থিতি নিশ্চিত করে দাবী পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখবেন বলে কঠোর হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।

এলাকাবাসীরা বলেন, কামারখন্দ- সদর উপজেলার মাহমুদপুর স্বল্প মাহমুদপুর খোপাকান্দি, নান্দিনা কামালিয়া, বরধুলের একাংশ, ধুকুড়িয়া, জামুয়া, মধ্য ভদ্রঘাট, পাইকোশা৷ জগৎগাঁতী গ্রামের প্রায় ১ লক্ষ মানুষ প্রতিনিয়ত রাস্তা পারাপার হতে হয়। প্রায় দুই হাজার ছাত্রছাত্রী ঝুকিঁপূর্ণ এই জায়গা দিয়ে রাস্তা পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এছাড়া দুপাড়ের কৃষকদের জমি প্রায় ৩শ থেক ৪শ বিঘা হওয়ায় আবাদ করার জন্য মৌসুমী ধান, পাট, ভুট্রাসহ নানান ফসল বহন করার জন্য গাড়ী বা হেঁটে পাড় করে নিতে হয়। এর আগে দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই আন্দোলনও করেছে কিন্তুু আলোর মুখ কখনো দেখতে পাইনি বলে অনেকেই জানান।

ধুকুড়িয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ মীর মামুন হাসান রুবেল বলেন, একটি আন্ডারপাস আমাদের দীর্ঘদিনের চাওয়া। রাস্তার দুপাশের হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষক কৃষকসহ নানা পেশার মানুষের যাতায়াত। অনেকবার কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কর্নপাত করে না। আমরা এটা নিয়ে খুবই বিপদজনক অবস্থায় আছি। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুপাড়ের এলাকাবাসীর সুবিধার্থে এই দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।

আন্দোলনকারীদের আহ্বয়ক ও বিএনপি নেতা ফিরোজ বলেন, এটি কোন ব্যক্তি স্বার্থ নয়। সর্বস্তরের মানুষের চাওয়া। রাস্তার দু এলাকাল মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি আন্ডারপাস বা ওভারব্রীজ খুবই প্রয়োজন। দূর্ঘটনা এড়াতে এটি দ্রুত কার্যকরী করার জন্য আজকের এই সড়ক অবরোধ। স্কুল কলেজগামী ছাত্রছাত্রী শিক্ষক কৃষক অন্যান্য পেশার মানুষ আজ উপস্থিতি হয়েছে। অনিরাপদ ও অনিশ্চিত হয়ে আমরা আর রাস্তা পার হতে চাই না।

ঠিকাদারী প্রতিষ্ঠান মীর কন্সট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার এখলাছ উদ্দিন বলেন, জানমাল রক্ষা, রাস্তা পারাপার ও যাতায়াতের সুবিধার্থে জণকল্যানে এ কাজ গুলো সরকার করে থাকে। আমরা কাজ পেয়ে যথাযথ ভাবে তা শেষ করি। তবে অবরোধকারীদের যৌক্তিক দাবী মনে করে তিনি বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে জনগনের সুবিধার্থে রাস্তা পারাপারের জন্য আমরা লেনগুলো ফাঁকা রাখতে পারি। পাশাপাশি কর্তৃপক্ষের সাথে কথা বলে এক্ষুনি ইউটার্ন স্থায়ীভাবে করে দিতে পারি।’

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ প্রকল্প ব্যবস্থাপক সাদ বলেন, ডিজাইনটি সর্বস্তরের মানুষদের সমন্বয়ে করা হয়েছিল। এই জায়গা হয়তো কোন না কোনভাবেই মিস হইছে তবে করা উচিত ছিল। রাস্তার দুপাশে শিক্ষক, ছাত্রছাত্রী, কৃষকসহ অন্যানদের যাতায়াতের সুবিধার্থে আপাতত ইউটার্ন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে আন্দোলনকারীদের দাবী একটি আন্ডারপাসের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পেশ করবে বলে তিনি জানান।

এসময় শিক্ষক আনোয়ার সিরাজুল ইসলাম মুক্তি, মোতালেব, মুঞ্জুরুল আলম, কেএম ফেরদৌস, বিপ্লব দত্ত, বিপ্লব সাহা, রেজাউল, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, শহিদুল, রিপন, আলিম, ইব্রাহিম, সুমন, আরিফ ইসলাম, নুরু ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মোতালেব। এছাড়া দুপাড়ের সাধারন মানুষ বিভিন্ন অরাজনৈতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ তিন শতাধিক লোক উপস্থিত ছিল।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলমাঠ চত্বরে বিদ্যালয়ের

জামায়াত নেতা আজহারুল লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, সে বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দিবেন আপিল বিভাগ।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের

বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের

লাভ ছাড়া দুই বছর সয়াবিন তেল বিক্রির ঘোষণা

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী দুই বছর সয়াবিন তেল কোনো লাভ ছাড়া বিক্রি করতে প্রস্তুত বসুন্ধরা গ্রুপ। এ জন্য কাঁচামাল আমদানি ও এলসি খুলতে সরকারের