
নজরুল ইসলাম: অসুস্থতার একদিনের ছুটি ও কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে যমুনা সেতু পশ্চিমপাড়ের সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম (৫০) হিটস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে।
সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী এলাকার বাসিন্দা।
এদিকে ম্যানেজার মাহফুজ রহমান বিষয়টি অস্বীকার করলেও শ্রমিকরা বলছেন তাঁর মুখে খারাপ ভাষা ও মানসিক অত্যাচার কর্মেক্ষেত্রে নিত্যদিনে সঙ্গী। এতে ম্যানেজার মাহফুজ রহমানের শাস্তিস্বরুপ অপসারনসহ কর্তৃপক্ষের নিকট জোড়ালে হস্তেক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।
নুরুল ইসলামের স্ত্রী মজলেফার অভিযোগসূত্রে জানা যায়, যমুনাসেতু সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলামের শারিরীক অসুস্থতায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সিসিসিসির ম্যানেজার মাহফুজুর রহমানের নিকট একদিনের ছুটি দাবী করলে তিনি রাজী না হয়ে পরের দিন সাড়ে ৮টার দিকে ম্যানেজার অফিসে ডেকে বিভিন্ন ভাষায় খারাপ গালিগালাজসহ চাকুরী হতে অব্যাহতি দেওয়ার নানা হুমকি ধামকি দিতে থাকে এবং ঘার ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। যার কারনে তখন থেকেই শারিরীক ও মানসিক ভাবে অসুস্থ্য হইয়া পড়ে নুরুল ইসলাম। চাকরী হারানো ভয়ে আস্তে আস্তে সে আরো গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে । চাকুরিরত অবস্থায় মে মাসের ৮তারিখ ভোর ৬টার দিকে নুরুল ইসলামের মোবাইল ফোনে আবারও বিভিন্ন হুমকি ধামকি দিয়ে কর্মস্থল থেকে চলে যেতে বলে। সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে গেলে কর্তব্যরত অন্যান্য কর্মচারীরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নুরুল ইসলামকে ভর্তি করা হয়।
হাসপাতালের সহকারী রেজিষ্টার (মেডিসিন) ডাঃ হিমাদ্রি শেখর সাহা বলেন, হাইপারটেনশনে সে ব্যাপক অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিকভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।