সিরাজগঞ্জের সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের একক আধিপত্যে গড়েছেন অঢেল সম্পদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সাবেক মন্ত্রী পরিষদ সচিব, কয়েক মেয়াদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করা আমলা ও দেড় যুগের সিরাজগঞ্জের অন্যতম ব্যক্তি কবির বিন আনোয়ার (অপু)। তার বাবা আনোয়ার হোসেন রতু ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। সরকারী চাকরী থেকে অবসর নেওয়ার পরই গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগ দেন সাবেক এই মন্ত্রী পরিষদ সচিব। অবসর নেওয়ার পর বিগত এক বছর তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় ও দলীয় ক্ষমতা ব্যবহার করে উত্তরের এ জেলা সিরাজগঞ্জে অঘোষিত মালিক বনে গিয়েছিলেন কবিরের পরিবার।

সিরাজগঞ্জে কবির বিন আনোয়োর ছিলেন এক মুর্তিমান আতংকের নাম। অনেকেই তাকে দাদা ভাই বলে ডাকতেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব থাকা অবস্থায় তার পছন্দের ঠিকাদার ও নিজস্ব লোকজনকে দিয়ে লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যার কারণে নদীর তীররক্ষা বাঁধ রক্ষায় নেই দৃশ্যমান উন্নয়ন উল্টো দুই তীর ভেঙ্গে ক্ষতিগ্রস্থ নদী পাড়ের মানুষ। সরকারী ক্ষমতা অপব্যবহার করে নিজ এলাকায় তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তার এ রকম বির্তকমুলক কর্মকান্ডে অতিষ্ট ছিলো এ জেলার মানুষ। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব থাকায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসকে ব্যবহার করতেন নিজের সম্পদ হিসেবে। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নটি ছিলো তার নখদর্পনে। যেখানেই চোখ পরতো সেই জমিই গ্রাস করতেন তিনি। মাদরাসা স্থাপনের কথা বলে চরের কৃষকদের শত বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন গো-খামার আর তেলের মিল। বড়ই তলায় ছিলো তার আধুনিক মানের বিশাল একটি রিসোর্ট। রিসোর্ট থেকে যতদুর চোখ যায় পুরো জায়গাটিই ছিলো তার দখলে। রিসোর্টে মাঝে মধ্যেই এসে অস্ত্রের পসরা সাজিয়ে ছবি উঠে ভাইরাল হন সামাজিক যোগাযোগ মাধ্যেমে। সিরাজগঞ্জে আসলে তার সাথে থাকতো একটি ক্যাডার বাহিনী তাদেরকে নিয়ে ওই যমুনা পাড়ের ওই রিসোর্টে মাঝে মাঝে চলতো নানা আয়োজন। প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত নেমেছেন দূর্নীতি দমন কমিশন (দুদুক)।এর মধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে দুদুক।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, কাওয়াখোলা চরবাসীর একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো তার বানানো রিসোর্ট আর খামারের জমিগুলো। সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে চলতো সেখানকার কৃষকদের জীবন জীবিকা। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব থাকা অবস্থায় তিনি পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং পরিদপ্তরের অর্থ দিয়ে ভরাট করা হয় চরের কৃষকের ওই সকল জমিগুলো। পানি উন্নয়ন বোর্ডের বিআরই ডিভিশনটি দখল নিতে চালু করের এতিমখানা। এই এতিমখানায় লেখাপড়া না হলেও ১৯ জন ছাত্র দিয়ে দখলে নেন আবাসিক এলাকাটি। যা কোন ভাবেই সরকারী জায়গা দখলের বিধান নেই পানি উন্নয়ন বোর্ডে।

এদিকে সিরাজগঞ্জের যমুনা নদীর তীর রক্ষাবাঁধ নির্মান আর বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং এবং পার সংরক্ষন প্রকল্প ছিলো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব কবির বিন আনোয়ারের দূর্নীতির আতুর ঘর। ৯শ ১৫ কোটি টাকা ব্যায়ে ২১৭ কিলোমিটার নদীপথ খনন আর ৬শ ৫০ কোটি টাকা ব্যায়ে তীর রক্ষা বাঁধ নির্মানে নেই কোন দৃশ্যমান উন্নয়ন। নদী খননে সমানতরাল না রেখে তার এশারায় বালু উত্তোলন আর বালু বিক্রির হিরিক পরে যায় দলীয় নেতা কর্মীদের মাঝে। আর অবৈধভাবে বালু উত্তলনের ফলে ক্ষতিগ্রস্ত হয় নদীর তীরবর্তী সাধারণ মানুষেরা। এছাড়াও অভিযোগ উঠেছে কাগজপত্রে ভূয়া বিল ভাওচার বানিয়ে সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত সাবেক কর্মরত অসাধু কর্মকর্তাদের মাধ্যমে নিজ লোকজনকে দিয়ে লোপাট করা হয় প্রকল্পের শত শত কোটি টাকা।

অপরদিকে ২০১৯ সালে সিরাজগঞ্জের এনায়েতপুর হতে হাটপাচিল পর্যন্ত সারে ৬ কিলোমিটার তীররক্ষা বাধঁ নির্মানের জন্য সারে ৬শ কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ পাঁচ বছরে সারে ৩শ কোটি টাকা পরিশোধ করে ঠিকাদারদের। অথচ সাড়ে ৩ হাত নদীর তীর পারও দৃশ্যমান হয়নি এখনো। এই অবহেলার ফলে গত কয়েক বছরে শতশত বাড়িঘর ও কয়েক হাজার বিঘা ফসলি জমি হারিয়ে অনেক ভুক্তোভোগী মানবতার জীবব যাপন করছেন। এখনো প্রতি বছর নদী ভাঙ্গনে দিশেহারা নদী পারের মানুষগুলো। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারদের সাথে নিয়ে এই টাকার নয় ছয় করেছেন সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের এই সচিব।

শাহজাদপুর উপজেলার হাটপাচিল গ্রামের যুবক ইয়াসিন চতুর অভিযোগ করে বলেন, সাড়ে ৬শ কোটি টাকার নদী তীররক্ষা বাধঁ প্রকল্পের ১৭টি প্যাকেজের ঠিকাদার ছিলেন কবির বিন আনোয়ারের নিজস্ব আত্মীয়স্বজন ও বন্ধুবান্বব।এমন কলাকৌশলে টাকাগুলো তুলে নেওয়া হয়েছে তা আমরা জনগণ কিছুই জানিনা। নদীর কাজ না করায় আমরা ভুক্তোভোগীরা নদী ভাঙ্গনের স্বীকার হয়েছি। আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমার মতো অনেকেই ভিটা মাটি হারিয়ে মানবতার জীবন যাপন করছেন।

আরেক বাসিন্দা মোতালেব হোসেন বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ে কবির বিন আনোয়ার সচিব ছিলো ও সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী ছিলো সফিকুল ইসলাম তাদের যোগসাজসে ও দলীয় প্রভাব খাটিয়ে কাজের ১৭টি প্যাকেজ থেকে শুধু টাকা উত্তেলন করে গেছেন। দুই চারটি বালুর বস্তা ফেলে ছবি তুলে নিয়ে যেতেন ঠিকাদারের লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক কাওয়াকোলা চরের কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের জমিতে মাদ্রসা করার কথা ছিলেন অথচ করছেন রিসোর্ট, গরুর ফার্ম ও তেলের মিল। আরেক বাসিন্দা বলেন, মাফিয়া গ্রুপেরা আমাদের জমি জবরদখল করে আমরা কিছু বলতে গেলে মামলা হামলা দিয়ে আমাদেরকে দুরে রেখেছে।

আরেক ভুক্তোভোগী বলেন, জমিতে পাট ও ভুট্টার আবাদ করা হয়েছে তাই দিয়ে পরিবার চলছে। কিন্তু সচিব জমি দখল করার পর পরিবার নিয়ে কষ্ট করছি। কিছু বললেই কেস দিয়েছে জেলে ঢুকাইছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন, আসলে ব্যাক্তি মালিকানা জায়গায় আমাদের ড্রেজিং করার কোন ক্ষমতা নেই। আর তখন কি হয়েছে তা আমি জানিনা। তবে এখানে সব কাজ দরপত্র মেনেই করা হয় বলে আমি জানি। বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুরা সাগর নদী ড্রেজিং নিয়ে কথা বলতে চান না এই প্রকৌশলী তবে তিনি জানালেন এনায়েতপুর থেকে হাট পাচিল পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ ভাগ শেষ হয়েছে এবার শুস্ক মৌসুমে পুরো কাজ দৃশ্যমান হবে। আর সচিবের বিষয়ে কোন কথা বলতে চান না তিনি।

কিন্তু তার এই অপকর্মের বিষয়ে কথা বলতে রাজি হয়নি পানি উন্নয়ন বোর্ডের কোন উদ্ধর্তন কর্মকর্তা। গ্রামের মানুষকে ইউরোপের স্বপ্ন দেখানো কবির বিন আনোয়ার ৫ আগস্টের পর থেকে পালাতক রয়েছে। খোঁজ নেই তার পোষ্য বাহিনীর। সর্বশেষ দুই বিএনপি কর্মী ও এক যুবদল নেতা হত্যা মামলায় আসামী হয়েছেন সাবেক এই মন্ত্রীপরিষদ সচিব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে প্রফেসর ডঃ এম এ মতিন স্মৃতি পৌর ওয়ার্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন 

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রফেসর ডক্টর এম.এ. মতিন স্মৃতি পৌর ওয়ার্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (২ ডিসেম্বর)

রাতে পুলিশের হাতে আটক যুবদল নেতা, দুপুরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে আটকের ১২ ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবদল নেতা মারা গেছেন। মৃত হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের মো. আকরাম হোসেন (৪০) উপজেলা

কয়েক ঘণ্টার মধ্যে ৬০০ জনকে গুলি করে মারল আল-কায়েদা 

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠী কয়েক ঘণ্টার মধ্যে গুলি চালিয়ে ৬০০ জনকে হত্যা করেছে। গতকাল শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে

পাবিপ্রবির ৬ সমন্বয়ক ও ১৯ সহ-সমন্বয়কের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক ও ১৯ জন সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন। সোমবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু সাধারণ শিক্ষার্থীদের

২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন

জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন বিএনপি কর্মী, গুলি করে জবাই করল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি: জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জে এক বিএনপি কর্মীকে গুলি করার পর জবাই ও হাত পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।