সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে একটি পলিথিন কারখানায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর)। বিকালে সলঙ্গা থানার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের গ্যাস অফিসের দক্ষিন পাশে চড়িয়া শিখার এলাকায়, এন এস আই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রিট জাকির হোসাইন।
এসময় জননী প্রিন্টং এন্ড প্যাকেজিং কোম্পানিকে পরিবেশের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করায় ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে, সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারায় এই দন্ড দেয়া হয়।
এসময় সিরাজগঞ্জ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক আব্দু্ল্লাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর গফুর, সেনাবাহিনীর সদস্যবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.