সিরাজগঞ্জের যুবকসহ ভারতীয় সেই গৃহবধূ গ্রেপ্তার।

সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রেমের টানে স্বামী-সন্তান রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছুটে এসে বিয়ে করা ভারতীয় নারী নার্গিসা বেগম (৩০) ও তার বাংলাদেশি স্বামী জুয়েল সরকারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নার্গিসার ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলার বালসাবাড়ী গ্রামের দাঁদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের গত ৩০ জুলাই নার্গিসা ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন নার্গিসার প্রথম স্বামী মীর ফজলুর রহমান।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ভারতে স্বামী সন্তান রেখে তথ্য গোপন করে বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ে করেন নার্গিসা। তার প্রথম স্বামী ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমানের করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় নার্গিসা ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। নার্গিসার বিরুদ্ধে তার ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই বাংলাদেশের প্রেমিক জুয়েল রানাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার ভারতীয় স্বামীর নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে আসার অভিযোগে মামলা রয়েছে।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, নার্গিসার স্বামী ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমান তার স্ত্রী ও স্ত্রীর বর্তমান স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও তিনি এখানে আসলে তাকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলাতেই নার্গিসা ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্রে প্রেমের টানে ফজলুর রহমান ও ৮ বছরের শিশু সন্তান জিসানকে ছেড়ে ভারত থেকে পালিয়ে জুয়েলের কাছে আসেন নার্গিসা। স্বামী ও সন্তানের কথা গোপন করে তিনি চলতি বছরের ১ জুন জুয়েলকে বিয়ে করেন। জুয়েল তার চেয়ে ৫ বছরের ছোট। বাংলাদেশে এসে নার্গিসা নিজেকে নাইসা মল্লিক নামে পরিচয় দেন। জুয়েল দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোতি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)‌, আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলামকে বৃহস্পতিবার সকাল ১১টারদিকে শাহজাদপুর চৌকি আদালতের হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া

ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে। এর মধ্যে এই কর্মসূচির তত্ত্বাবধান করে পাকিস্তানের রাষ্ট্রীয়

বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘বাংলাদেশ নীতি’

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে। পরিবর্তিত নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্র মনে করছে।

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৪ শিশুসহ নিহত ১৪

ঠিকানা টিভি ডট প্রেস: গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল বোমা হামলায় ৪ শিশুসহ কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও অনেকে আহত

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ  উপজেলা ৮টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিয়ে প্রশাসক নিয়োগের অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের  জনসাধারণের

কোন আশ্বাসে চাঙ্গা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। দীর্ঘদিন ধরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ২০১৮ পর থেকে তিনি বিএনপির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বেগম