নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি'র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে বহিষ্কৃত সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এর বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পুনরায় দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছিলেন সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এরপর মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার ৮ নেতাকে বহিষ্কার জানানো হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.