মো. দিল: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জ সদর উপজেলা সোনগাছা ইউনিয়নে মাছুয়াকান্দি গ্রাম ফুলেয়ারা বেগম (৬৫) ও তার মেয়ে আমেনা ( ৩১) ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় মোছা. রুপা কে মারধরের করার সময় রুপা চিৎকার করলে মো: জালাল ঠেকাতে এলে তাকে ও বেধড়ক মারপিট করে হামলাকারীরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছোনগাছা ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামে। এ ঘটনায় ১১জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞত নামা আসামী করে সিরাজগঞ্জ সদর থানা অভিযোগ করেছেন ভূক্তভোগী ফুলেয়ারা বেগম (৬৫) । আসামীরা হলেন, মো: কামাল মাস্টার (৫৫)পিতা: মৃত মো: রশিদ মো:ইয়াকুব আলী (৩৫) পিতা :মৃত মো: শাহেদ আলী মো:সোলেমান মাস্টার (৫৩)নপিতা :মৃত মো:সমসের আলী, মো:মোকাদ্দাস ওরফে পাতা (৪৪)পিতা: মৃত মো: সামাদ ৫। মো:শাহাদত হোসেন (২৭) পিতা মৃত মো: রহমান ৬।মোহাম্মদ সেলিম হোসেন(৩৫) পিতা নূর মোহাম্মদ সাবিনা বেগম (৩৫) স্বামীর নাম মোঃ মোকাদ্দেস, মো:সানোয়ার হোসেন (৪৫) পিতা মো: সামাদ ৯।মো:দুলাল হোসেন( ৪৫) পিতা মো:রহমান ১০।মো:রমজান আলী (৪০)পিতা মৃত মো:সামাদ, রুবিয়া খাতুন (৪৫)স্বামী মোঃ কামাল মাস্টার সর্ব সাং-সিরাজগঞ্জ সদর থানা ,ছোনগাছা ইউনিয়ন গ্রাম মাছুয়াকান্দি । অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে পুর্ব শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত (১২ অক্টোবর ) তারিখ বিকাল দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার বড়,দা,ছ্যান,চাপাতি দেশীয় নিয়ে বাদী বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, গালিগালাজ করতে নিষেধ করলে বাদীর মেয়ের উপরে ওপর হামলা করে, মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীগন তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.