
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ থেকে র্্যালি বের হয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠাল বাগান এসে শেষ হয়। আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির,সহকারী শিক্ষা অফিসার শাহজাহান, শিক্ষক শফী উদ্দিন, রাশেদুল হাসান জুয়েল, মশিউর রহমান, মো: লুৎফর রহমান,সেরাজুল আলম, আবুল কালাম, আলামিন, ফিরোজ শাহ ও আ: হালিম প্রমুখ ।
উক্ত র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন