
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে শনিবার দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশটিতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও সিঙ্গাপুরে গিয়েছেন বলে খবর বেরিয়েছে।’
রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে সিঙ্গাপুরে বিএনপির এই শীর্ষ নেতার সঙ্গে পিটার হাসের সেখানে বৈঠক হয়েছে।
এদিকে রোববার (১০ মার্চ’) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের।
সিঙ্গাপুরে মির্জা ফখরুল বা পিটার হাসের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘শুনেছি তারা সেখানে গেছেন। কিন্তু কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়নি।’
এ সময় মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির দাবি উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, ‘মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে? মামা বাড়ির আবদার!’
এ সময় আরও ছিলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।’