‘সিংহ-সিংহীর নাম নিয়ে ঝামেলা, আদালতে বিশ্ব হিন্দু পরিষদ’

আন্তর্জাতিক ডেস্ক: সিংহের নাম ‘আকবর’ আর সিংহীর ‘সীতা’। এতেই ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ। তাদের আপত্তি সিংহীর সীতা নাম নিয়ে।

সদ্যই ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এসেছে এক সিংহ এবং সিংহী। তাদের সঙ্গে আছে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরও।

ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা চিড়িয়াখানা থেকে গত ১২ ফেব্রুয়ারি পশুগুলোকে আনার পর সব ঠিকঠাকই ছিল, কিন্তু পরে গোল বেঁধেছে সিংহ দম্পতির নাম নিয়ে। সিংহের নাম ‘আকবর’ আর সিংহীর ‘সীতা’।

এতেই ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ। তাদের আপত্তি সিংহীর সীতা নাম নিয়ে।’

সিংহীর নাম পাল্টানোর জন্য শুক্রবার কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায়ের ভাষ্য, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা। এতে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে। এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। তাই আমরা উচ্চ আদালতের দারস্থ হলাম।”

মামলার আইনজীবী শুভঙ্কর দত্ত এই প্রসঙ্গে বলেন, সরকারি নথিতে সিংহ আর সিংহীর নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল ও ফিমেল। পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল।’

“কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই সীতা নামের পরিবর্তন চেয়ে আমরা আজ কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম। আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার পার্টি করেছি। আগামী ২০ তারিখ এই মামলার শুনানি হবে।”

এখন সিংহীর নাম সীতাই থাকবে, নাকি অন্য কিছু হবে, সেজন্য আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতেই হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংবিধানে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে কি বলা আছে

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের নবম-ক ভাগের ১৪১ ক-তে জরুরি অবস্থার ঘোষণার বিধান রয়েছে। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদটি হলো- ১৪১ক। (১) রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে,

সিরাজগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বেলকুচিতে জামায়াতের দাওয়াতী সমাবেশে নেতৃবৃন্দ

জামায়াত দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আরিফ,বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতাঃ জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ

বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ৪৪ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৭৭ টাকা থেকে ১

হস্তান্তরের আগেই খসে পড়ছে ৯ কোটির থানা ভবনের পলেস্তারা

জেমস আব্দুর রহিম রানা: হস্তান্তরের এখনো ৪-৫ মাস বাকি। অথচ এখনই খসে খসে পড়ছে পলেস্তারা। দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। এমন চিত্র প্রায় ৯ কোটি টাকা

ইসরাইলের বর্বর হামলায় লেবাননে এক রাতে নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বিমান বাহিনীর অভিযানে লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামগুলোতে নিহত হয়েছেন ৫২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন।