
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক খান, সাবেক সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আবু শামা সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
এ বক্তারা বলেন, গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও রেখে গেছেন কিছু আওয়ামী লীগের দোসর। এই আওয়ামী লীগের দোসরা যেন বাংলাদেশে আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তাঁর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করতে হবে।’