নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা সাড়ে ১১টায় শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে রাত ১২টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানে বাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথার কাটাকাটি হলে দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থী এমন মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে উপাচার্য বাসভবনের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।
এসময় তারা 'উই ওয়ান্ট, উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস', 'আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই', 'নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার', 'শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস', 'ভিসি তুমি কী করো? ক্যাম্পাসে লাশ কেন?' 'এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়' 'সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না' প্রভৃতি স্লোগান দেন।'