এই হ্যালো। আলোচিত একটি ডায়লগ। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ইসলামিক নাট্য অভিনেতা কবির বিন সামাদ। তিনি সমাজের নানা অসঙ্গতি নিয়ে তার এই হ্যালো ফোনকলের মাধ্যমে প্রতিবাদ জানান এবং হাসি ও বিনোদনের মাধ্যমে ওই অসঙ্গতির জবাব দেন।
শুরুতে তিনি শুধু একজন গায়ক হিসেবে পরিচিতি পেলেও এখন নাট্য অভিনেতা ও পরিচালক হিসেবেও কাজ করছেন। নিজে গান লিখেন, সুর করেন এবং নিজেই ওই গান গেয়ে থাকেন।
এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ সংস্কৃতিপ্রেমীদের কাছে তিনি ক্রমেই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠছেন।
কাজের সুবিধার্থে তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন ঠিকানা টিভি ডট প্রেস নামের একটি ইউটিউব চ্যানেল। যেখানে কৌতুক, নাটক ও বিনোদনধর্মী ভিডিও নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন। দর্শকদের ভালোবাসায় এখন তার ইউটিউব চ্যানেলটি সাত লাখের বেশি সাবসক্রাইবারের মাইল ফলক স্পর্শ করেছে। পাশাপাশি তার ফেসবুক পেইজেও রয়েছে এক মিলিয়ন ফলোয়ারেরও বেশি।
ইসলামিক নাট্য অভিনেতা কবির বিন সামাদ জানান, বাংলাভাষী মানুষদের কাছে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করার স্বপ্ন নিয়েই তিনি এসব কাজ করে যাচ্ছেন এবং আল্লাহ তায়ালা যতদিন তাওফিক দেন, তিনি কাজ করে যেতে চান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.