
নিজস্ব প্রতিবেদক: সাভার ও আশুলিয়ায় ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলা পুলিশের তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। মামলাগুলো সাভার মডেল থানা এবং আশুলিয়া থানায় দায়ের করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানান, প্রায় এক বছরের তদন্তের পর পুলিশ তিনটি মামলার প্রতিবেদন আদালতে দাখিল করেছে।
সাভার মামলা:
নবী নুর মোড়ল নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর সাভার মডেল থানায় ৩২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে ১২৫ এজাহারনামীয় আসামির মধ্যে ১১৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। ১৮ জনকে প্রমাণের অভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। চার্জশীটভুক্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা রয়েছেন।
আশুলিয়া মামলা নং-২৫:
মামুন খন্দকার নিহতের স্ত্রী মোসাম্মৎ সাথী ২২ আগস্ট ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে মোট ৪৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অভিযুক্ত।
আশুলিয়া মামলা নং-৩৯:
শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম ২৮ আগস্ট ৬০ জনের নাম উল্লেখ করে এবং ২০০–৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় চার্জশীটভুক্ত ৪৯ জনের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম, ফারুক হাসান তুহিন, সুমন ভূঁইয়া ও অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ ও প্রজন্মলীগ নেতারা রয়েছেন। ১৭ জনকে প্রমাণের অভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শাহীনুর কবীর জানান, সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত এখনও চলমান, এবং পর্যায়ক্রমে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।