নিজস্ব প্রতিবেদক: সাভারে চাকরির দাবিতে বিক্ষোভ করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার (২ সেপ্টেম্বর') সকালে সাভার ইপিজেড এলাকায় ঘটে এ ঘটনা।
স্থানীয়রা জানান, সকালে কয়েকশ শ্রমিক ইপিজেডের নতুন ও পুরাতন জোনের প্রধান ফটক দুটিতে অবস্থান নেন। এসময় তারা ডিইপিজেডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সড়ক থেকে বুঝিয়ে তুলে দেয়। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।
আন্দোলনে অংশ নেওয়া একজন শ্রমিক বলেন, চার মাস ধরে বেকার। কাজের সন্ধানে এলেও কারখানার সামনে ঢুকতে দিচ্ছেন না নিরাপত্তাকর্মীরা। সেই সুযোগে স্বজনপ্রীতি ও টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন অযোগ্যরা।
আরেকজন শ্রমিক বলেন, চাকরি না পেয়ে কষ্টে আছি। কাজ জেনেও আজ আমি বেকার। ঘর ভাড়া, দোকান বাকি, সংসারের খরচ শুধুই বাড়ছে। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন এ আন্দোলন চলবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.