মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার সদর থানার নয়াপাড়া চর সূত্রাপুর এলাকার মেহেদী (৩০) ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্যামপুর এলাকার মোঃ জসিমুদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩০)। বর্তমানে তারা সাভারের জয়নাবাড়ি এলাকায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের জয়নাবাড়ি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা-গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.