প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ণ
সাবেক সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

চৌহালী-শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাজধানীতে সমবেত জনতা
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সাবেক সিরাজগঞ্জ-৬ আসন (চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের চারটি ইউনিয়ন) পুনর্বহালের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকাল ৪টায় “সাবেক সিরাজগঞ্জ-৬ আসনের সচেতন জনসাধারণ” এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসিক সাধারণ জ্ঞান পত্রিকা কারেন্ট নিউজ-এর প্রধান সম্পাদক মো. নাঈমুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলালসহ প্রায় দেড় শতাধিক পেশাজীবী নাগরিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মিজানুর রহমান।
বক্তারা বলেন, সাবেক এমপি আলহাজ্ব আনছার আলী সিদ্দিকী, অধ্যাপক শাহজাহান ও মেজর (অব.) মনজুর কাদের তাদের মেয়াদে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেন। কিন্তু ২০০৮ সালে এই আসন বিলুপ্ত করে বেলকুচি উপজেলার সাথে যুক্ত করায় গত ১৭ বছরে এলাকায় তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
তারা বলেন, যমুনার ভাঙনে অনেক উন্নয়ন কর্মকাণ্ড বিলীন হয়ে গেলেও কোনো সংসদ সদস্য কার্যকর পদক্ষেপ নেননি।
তাই অবিলম্বে সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর পূর্বাংশ) আসন পুনর্বহালের দাবি জানান বক্তারা।
তাদের মতে, এই আসন পুনরুদ্ধার হলে এলাকার উন্নয়ন ও জনগণের জীবনমান ফের জাগরিত হবে।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.