অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি, রাষ্ট্রবিরোধী চুক্তি সম্পাদন, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার থেকে এ অনুসন্ধান শুরু হয়। দুদকের উপপরিচালক সোহানুর রহমানকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালে শহীদুল হক প্রভাব খাটিয়ে সরকারি অর্থের অপচয় করেন এবং রাষ্ট্রের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদন করেন। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছে।
পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হক ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশেষ ছুটিতে থেকে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)-এ পরিচালক পদে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.