চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাহালিয়া এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ পিকআপটি আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. লাবিব মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম পিকআপটিকে ধাওয়া দেয়। এ সময় চালক পিকআপটি রেখে পালিয়ে যায়। পরে ওই পিকআপে তল্লাশি চালিয়ে ৮ বস্তা অর্থাৎ ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। পিকআপের চালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেনাবাহিনী।
সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. লাবিব মাহমুদ বলেন, জব্দকৃত দেশীয় চোলাই মদ ও পিকআপটি সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় এ ঘটনার সাথে জড়িতরা পিকআপটি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দেশীয় চোলাই মদসহ পিকআপটি আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।#
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.