‘সাইনবোর্ড বা বিলবোর্ডেও উপেক্ষিত বাংলা’

নিজস্ব প্রতিবেদক: মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য প্রাণ দিয়েছেন যে দেশের তরুণরা সেই দেশের রাস্তাঘাটে, বিপণিবিতানে সাইনবোর্ড বা বিলবোর্ড থেকে উধাও হতে চলেছে বাংলা ভাষা। সাইনবোর্ড-বিলবোর্ডে বাংলায় লেখার অনীহা এবং বাংলা বানানে ভুলের ছড়াছড়ি, সব মিলিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে আক্ষেপ রয়েছে ভাষা সংগ্রামীদের মধ্যে, তাদের মতে ভাষার জন্য সংগ্রাম এখনাে শেষ হয়নি।

বাংলা ভাষায় লেখার সাইনবোর্ড স্থাপনে এখনো অনেকেই উদাসীন। ফলে উপেক্ষিত হচ্ছে আদালতের নির্দেশনা। এখনো সর্বত্র দৃশ্যমান হচ্ছে বিদেশি ভাষার সাইনবোর্ড। বাণিজ্যিককেন্দ্র সহ সর্বত্র বিদেশি ভাষার প্রাধান্য দেখা যাচ্ছে। বিষয়টি প্রচন্ড দৃষ্টিকটু’। ফেব্রুয়ারি মাস এলেই বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলকে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে কিছু অভিযান দৃশ্যমান হলেও এখনও এ বিষয়ে রয়েছে উদাসীনতা।

যদিও দেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হাইকোর্টের একটি বেঞ্চের ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি দেওয়া এক আদেশে বলা হয়, ‘সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সব দফতরের নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে হবে।’

বিভিন্ন দোকানপাট, স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়ে থাকে সিটি করপোরেশন ও পৌরসভা। ট্রেড লাইসেন্স দেওয়ার সময় দোকান বা প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড বা নামফলক স্থাপনের জন্য একটি শর্ত দেওয়া হয়। অনুমতি নেওয়ার সময়ই নামফলকে বাংলা ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত একটি সিল দিয়ে ট্রেড লাইসেন্সে লেখা থাকে, ‘সাইনবোর্ড/ব্যানার বাংলায় লিখতে হবে।’ তবে বাস্তবে এসব আদেশ কতটুকু বাস্তবায়ন হয় তা ঘর থেকে বের হলেই দেখা যায়।

কোনো সাইনবোর্ড বা বিলবোর্ডেই দেখা যায় না বাংলা ভাষার ব্যবহার। এমনকি ডিজিটাল বাংলাদেশে এখন বিলবোর্ডগুলোও ডিজিটাল শোভা পায়। কিন্তু সেই ডিজিটাল বিলবোর্ডগুলোতেই ইংরেজির ছড়াছড়ি।’ বাংলা এসব জায়গায় চরমভাবে উপক্ষিত। উদাসীনতা ও জবাবদিহির ব্যবস্থা না থাকার কারণেই এমনটি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ থেকে উত্তরণের জন্য গোটা ব্যবস্থারই পরিবর্তন দরকার। দরকার মানসিক ও সামাজিক বৈপ্লবিক পরিবর্তন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাসানী বিশ্ববিদ্যালেয় নয়া উপাচার্য আনোয়ারুল আজিম

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটকনালজি বিভাগের অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজিম

সরকারের জন্য পাঁচ উদ্বেগের বিষয়’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে। এই ক্ষমতা গ্রহণের একমাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তারা অন্তত রাজনৈতিক চাপ এবং

সিরাজগঞ্জ-২ আসনের এমপি হেনরীর আগুনেপোড়া বাসা থেকে ২ জনের কঙ্কাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২( সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের বাসভবনে রবিবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আগুন দেয়।

হাসপাতালে অচল পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি, সেবা থেকে বঞ্চিত রোগীরা

নিজস্ব প্রতিবেদক: উদ্বোধনের প্রায় ২ বছর পর হলেও এখনও অচল পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের যন্ত্রপাতি। এ হাসপাতালের জন্য ২৮৩

বাঁশখালীতে বাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের দুই হোটেল কে জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বর্তমান বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষায় বাঁশখালী উপজেলার গুনাগরি বাজারে মনিটরিং করে ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় অধিক মূল্যে পণ্য

ভিউ বাণিজ্যে ঝুঁকছে সিএনএন, চাকরি হারাবে শতাধিক কর্মী

আন্তর্জাতিক ডেস্ক: নিউজ আউটলেট টেলিভিশন চ্যানেল ডিজিটাল ব্যবসায়ের পরিকল্পনা করছে। এর ফলে শতাধিক কর্মী চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানটির এক অভ্যন্তরীণ মেমো থেকে বুধবার (১০ জুলাই’)