জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা।
এ সংবাদ প্রকাশের জের ধরে গত রমজানের ঈদের রাতে পুলিশি নির্যাতনের শিকার হোন প্রতিবেদক ও তার স্ত্রী ফারজানা পারভিন। পরে গত শনিবার অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দম্পত্তি।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলার ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার বলেন, (৭ এপ্রিল) সোমবার তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে বদলি করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মো. জিয়াউর রহমান নামে একজন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি চৌহালী থানার দায়িত্বে ছিলেন।
এদিকে নির্যাতনের স্বীকার সাংবাদিক গোলাম মোস্তফা বলেন, সত্য চির সুন্দর। সত্য-ন্যায়ের জয় নিশ্চিত। বিশেষ করে সংবাদ সম্মেলন শেষ হতেই ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার তার অফিসে ডেকে নেন। আমাদের আশস্ত করেন ‘ আপনাদের প্রতি অন্যায় হয়ে থাকলে অবশ্যই তার বিচার পাবেন। মানুষ ভুল করলে পুলিশের দায়িত্ব তাকে বুঝিয়ে ভুল ভাঙানো, তার সাথে খারাপ আচারণ করে নয়।’ ওসি (তদন্ত) মো. নাজমুল কাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করায় আমি বিচার পেয়ে গেছি।
সাংবাদিক গোলাম মোস্তফার স্ত্রী ফারজানা পারভিন বলেন, তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের আমাদের সাথে যে অন্যায় করেছিলেন বিচার পেয়ে খুশি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.