
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা, ২৩ এপ্রিল সাংবাদিক রোকনুজ্জামান টিপুর জামিন গোটা দেশের সাংবাদিক সমাজের জন্য প্রথম বিজয়ের প্রতীক বলে মন্তব্য করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, “এই জামিন শুধু একজন সাংবাদিকের মুক্তি নয়, এটি একটি সংগ্রামের প্রতিফলন।”
সাতক্ষীরার তালা উপজেলায় ইউএনও ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে বিরোধের জেরে টিপুকে কথিত আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। এই প্রক্রিয়াকে “প্রহসন” আখ্যা দিয়ে বিএমএসএফ তা প্রত্যাখ্যান করে। সংগঠনটির অভিযোগ, ঠিকাদারি চক্রের চাপ ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিপুর স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল যাতে তিনি জামিন বা আপিল করতে না পারেন।
বিএমএসএফ জানায়, ২৩ এপ্রিল ঢাকায় তথ্য কমিশনের সঙ্গে বৈঠকের পর টিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। নাটকীয়তার পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যেই টিপু জামিন লাভ করেন এবং রাতে তালা প্রেসক্লাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার বিএমএসএফের কেন্দ্রীয় একটি টিম সাতক্ষীরায় পৌঁছে অতিরিক্ত জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে বৈঠক করে। দুপুরে আহমেদ আবু জাফর সাংবাদিকদের পক্ষে জামিন ও আপিল আবেদনে স্বাক্ষর করেন।
বিএমএসএফ জানায়, এটি একক কোনো ব্যক্তি বা সংগঠনের অর্জন নয়-এটি গোটা সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। সংগঠনটি টিপুর দণ্ড বাতিলের দাবি জানিয়ে ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে অংশগ্রহণকারী ও সংহতি প্রকাশকারী সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা ও সংগ্রামী অভিনন্দন জানানো হয়েছে।











