সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কী ও কেন?

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড হলো একটি অনুমোদনপত্র যা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় বা নির্দিষ্ট কিছু সংস্থা সাংবাদিকদের জন্য ইস্যু করে। এটি সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে এবং তাদের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণে সহায়তা করে। এই কার্ডটির মাধ্যমে সাংবাদিকরা নির্দিষ্ট স্থান বা ইভেন্টে প্রবেশাধিকার পেতে পারেন এবং সাংবাদিকতার দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিধা পান।

অ্যাক্রিডিটেশন কার্ড সাধারণত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দেয়া হয় এবং কার্ডটি নবায়নের জন্য নির্দিষ্ট সময় পর পর আবেদন করতে হয়।

যেহেতু একজন সাংবাদিককে বিভিন্ন স্থানে এবং প্রতিষ্ঠানে যেতে হয় খবর সংগ্রহের উদ্দেশ্যে তাই তার অবশ্যই একটি পরিচয় পত্র থাকা আবশ্যক। যার জন্য সরকার এবং কর্তৃপক্ষ এই কার্ডটি প্রদান করে থাকে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের সুবিধা এবং কার্যাবলী

বাংলাদেশে সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কিছু বিশেষ সুবিধা এবং অধিকার প্রদান করে, যা তাদের পেশাগত কাজে সহায়ক ভূমিকা পালন করে। এই কার্ডটি থাকার ফলে সাংবাদিকরা যেসব সুবিধা পান, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

বিভিন্ন সরকারি অনুষ্ঠান, সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় আয়োজন এবং উচ্চ-পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ইভেন্ট কভার করার সুযোগ পান। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড থাকার কারণে এই ধরনের অনুষ্ঠানে সহজে প্রবেশাধিকার পাওয়া যায়।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য বা ব্যাখ্যা পেতে সুবিধা পান।

সরকারি নীতিমালা, রিপোর্ট, এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে সহায়তা করে, যা সংবাদ তৈরি ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অ্যাক্রিডিটেশন কার্ড সাংবাদিকদের একটি সরকারি স্বীকৃতি প্রদান করে, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সাংবাদিক হিসেবে পরিচিতি নিশ্চিত করে।

সরকারি বা রাষ্ট্রীয় আয়োজনের সময় অনেক ক্ষেত্রে সাংবাদিকদের জন্য আলাদা পরিবহন সুবিধা দেওয়া হয়। কার্ড থাকার ফলে তারা এই সুবিধা পেতে পারেন।

জাতীয় সংসদ ভবন, সচিবালয় এবং অন্যান্য সংরক্ষিত এলাকা, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত, সেখানে সাংবাদিকতার প্রয়োজনে প্রবেশের অনুমতি পান।

কীভাবে পাওয়া যায়

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত নীতিমাল ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২‘ নামে অভিহত হয়।’

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান এবং তার ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। প্রেস অ্যাক্রিডিটেশন সংক্রান্ত নির্দিষ্ট নীতিমালা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত হয়, যা অনুযায়ী যোগ্য সাংবাদিকদের জন্য কার্ডটি ইস্যু করা হয়।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পেতে হলে সাংবাদিকদের সাধারণত কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন তাদের নির্দিষ্ট গণমাধ্যমে বৈধভাবে যুক্ত থাকতে হয়, সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হয় এবং কিছু ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান থেকে সুপারিশপত্রের প্রয়োজন হয়। স্থায়ী এবং অস্থায়ী দু’ভাবেই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন করা যায়।

কোনো সাংবাদিক যদি নীতিমালা ভঙ্গ করেন, তাহলে তার কার্ড বাতিল বা স্থগিত করার ব্যবস্থা আছে। এছাড়া গুরুতর কোনো আইনি অপরাধে অভিযুক্ত হলে কিংবা পেশাগত অগ্রগতি ও আচরণে সঙ্কট তৈরি হলে তার কার্ড বাতিল হতে পারে। তবে কোন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা স্থগিত করা হলেও পেশাগত কাজ পালনে কোন বাধা থাকে না।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরিয়ানদের জন্য নতুন ‘সুখবর’ দিলেন এরদোগান

অনলাইন ডেস্ক: কর্তৃত্ববাদী শাসক বাশার আল আসাদের পতনের পর নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছেন সিরিয়ান নাগরিকেরা। এরইমধ্যে দেশটির শরণার্থীদের জন্য সুখবর দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট

‘বিশ্ব ইজতেমায় গাড়ি চলাচলে বিশেষ নির্দেশনা’

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার ১ম পর্ব আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি এবং ২য় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে টঙ্গীর তুরাগ নদীর

ব্রাজিলে বিমান বিধ্বস্ত: নিহত সব আরোহী

অনলাইন ডেস্ক: ব্রাজিলে ছোট একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে এই

চাকরি হারালেন কিস্তির টাকা না পেয়ে গরু নিয়ে যাওয়া এনজিওকর্মী

নিজস্ব প্রতিবেদকঃ গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী কিস্তি না পেয়ে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়া মাঠকর্মী হাসিনাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

বিয়ের এক সপ্তাহ না যেতেই সোনাক্ষী অন্তঃসত্ত্বা

আন্তর্জাতিক ডেস্ক: দিন কয়েক আগেই জহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মধ্য দিয়ে সাত বছরের সম্পর্কের শুভ পরিণয় ঘটে। অভিনেত্রীর

রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে