সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কী ও কেন?

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড হলো একটি অনুমোদনপত্র যা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় বা নির্দিষ্ট কিছু সংস্থা সাংবাদিকদের জন্য ইস্যু করে। এটি সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে এবং তাদের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণে সহায়তা করে। এই কার্ডটির মাধ্যমে সাংবাদিকরা নির্দিষ্ট স্থান বা ইভেন্টে প্রবেশাধিকার পেতে পারেন এবং সাংবাদিকতার দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিধা পান।

অ্যাক্রিডিটেশন কার্ড সাধারণত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দেয়া হয় এবং কার্ডটি নবায়নের জন্য নির্দিষ্ট সময় পর পর আবেদন করতে হয়।

যেহেতু একজন সাংবাদিককে বিভিন্ন স্থানে এবং প্রতিষ্ঠানে যেতে হয় খবর সংগ্রহের উদ্দেশ্যে তাই তার অবশ্যই একটি পরিচয় পত্র থাকা আবশ্যক। যার জন্য সরকার এবং কর্তৃপক্ষ এই কার্ডটি প্রদান করে থাকে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের সুবিধা এবং কার্যাবলী

বাংলাদেশে সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কিছু বিশেষ সুবিধা এবং অধিকার প্রদান করে, যা তাদের পেশাগত কাজে সহায়ক ভূমিকা পালন করে। এই কার্ডটি থাকার ফলে সাংবাদিকরা যেসব সুবিধা পান, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

বিভিন্ন সরকারি অনুষ্ঠান, সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় আয়োজন এবং উচ্চ-পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ইভেন্ট কভার করার সুযোগ পান। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড থাকার কারণে এই ধরনের অনুষ্ঠানে সহজে প্রবেশাধিকার পাওয়া যায়।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য বা ব্যাখ্যা পেতে সুবিধা পান।

সরকারি নীতিমালা, রিপোর্ট, এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে সহায়তা করে, যা সংবাদ তৈরি ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অ্যাক্রিডিটেশন কার্ড সাংবাদিকদের একটি সরকারি স্বীকৃতি প্রদান করে, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সাংবাদিক হিসেবে পরিচিতি নিশ্চিত করে।

সরকারি বা রাষ্ট্রীয় আয়োজনের সময় অনেক ক্ষেত্রে সাংবাদিকদের জন্য আলাদা পরিবহন সুবিধা দেওয়া হয়। কার্ড থাকার ফলে তারা এই সুবিধা পেতে পারেন।

জাতীয় সংসদ ভবন, সচিবালয় এবং অন্যান্য সংরক্ষিত এলাকা, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত, সেখানে সাংবাদিকতার প্রয়োজনে প্রবেশের অনুমতি পান।

কীভাবে পাওয়া যায়

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত নীতিমাল ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২‘ নামে অভিহত হয়।’

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান এবং তার ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। প্রেস অ্যাক্রিডিটেশন সংক্রান্ত নির্দিষ্ট নীতিমালা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত হয়, যা অনুযায়ী যোগ্য সাংবাদিকদের জন্য কার্ডটি ইস্যু করা হয়।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পেতে হলে সাংবাদিকদের সাধারণত কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন তাদের নির্দিষ্ট গণমাধ্যমে বৈধভাবে যুক্ত থাকতে হয়, সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হয় এবং কিছু ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান থেকে সুপারিশপত্রের প্রয়োজন হয়। স্থায়ী এবং অস্থায়ী দু’ভাবেই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন করা যায়।

কোনো সাংবাদিক যদি নীতিমালা ভঙ্গ করেন, তাহলে তার কার্ড বাতিল বা স্থগিত করার ব্যবস্থা আছে। এছাড়া গুরুতর কোনো আইনি অপরাধে অভিযুক্ত হলে কিংবা পেশাগত অগ্রগতি ও আচরণে সঙ্কট তৈরি হলে তার কার্ড বাতিল হতে পারে। তবে কোন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা স্থগিত করা হলেও পেশাগত কাজ পালনে কোন বাধা থাকে না।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন পরিচয়ে ঢাকায় পিটার হাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন দায়িত্ব নিয়ে আবারও ঢাকায় ফিরেছেন। মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তিনি।

পাকিস্তানে বিঘ্নিত ইন্টারনেট পরিষেবা, ব্যবহারকারীদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: সারা পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে, কোথাও সংযোগ পাওয়া গেলেও গতি বেশ কম। বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা বিক্ষুব্ধ

এক রাতেই ১০ হাজার বজ্রপাতের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভয়ংকর এক রাত কাটিয়েছে চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের বাসিন্দারা। এক রাতে প্রায় ১০ হাজার বজ্রপাত হয়েছে অঞ্চলটিতে। সেখানকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার

জাতিসংঘে ভাষণ দিলেন ড.ইউনূস

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।বাংলাদেশ সময় রাত নয়টা ২৫ মিনিটে ভাষণ

বাঁশখালীর প্রবীন আলেম মাও মাহমুদুল হকের জানাযা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামস্থ পাঁচলাইশ ছালেহ নগর খন্দকার পাড়া জামে মসজিদের খতিব প্রবীন আলেমেদ্বীন বাঁশখালীর সন্তান আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক (৭৮) গত

যুক্তরাষ্ট্রে টর্নেডো ও বজ্রঝড়ের তান্ডবে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ৪ টি অঙ্গরাজ্যে টর্নেডো ও বজ্রঝড়ে ৪ শিশুসহ নিহত হয়েছে অন্তত ২১ জন। শনিবার (২৫ মে) এবং রোববার (২৬ মে) সারাদিনে