‘সাংবাদিককে গ্রেফতারের হুমকি দিলেন গোমস্তাপুর ইউএনও

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে শাহীন আলম নামে এক সংবাদকর্মীকে পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকতা নিশাত আনজুম অনন্যা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ মিনারে সরকারি কর্মকর্তাদের জুতা পায়ে ওঠার সংবাদ প্রকাশ করায় বেজায় চটেছেন তিনি।

রোববার (৩ মার্চ) গোমস্তাপুরে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আগামী ৭ ও ২৬ মার্চ দিবসের প্রস্তুতি সভায় প্রকাশ্যে এ হুমকি দেন তিনি। এনিয়ে জেলা ও উপজেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাহীন আলম অভিযোগ করে বলেন, ‘আজকে সকালে উপজেলা সম্মেলন কক্ষে ৭ মার্চ ও ২৬ মার্চ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল’। সেই প্রস্তুতি সভায় আমিসহ উপজেলার সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ২১ ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ‘শহীদ মিনারের সিঁড়িতে জুতা পায়ে এসিল্যান্ড, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা অফিসার’ শিরোনামে সময় টিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আর জুতা পায়ে শহীদ মিনারে ওঠার সেই ছবি ও ভিডিও ধারণ করি আমি। আর এর জেরে আমার নাম ধরে ইউএনও নিশাত আনজুম অনন্যা পরবর্তীতে এমন সংবাদ প্রকাশ করা হলে পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দেন। সব তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা নিউজ করেছি। কিন্তু প্রকাশ্যে নির্বাহী কর্মকতার এ ধরনের হুমকি কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিও জানাচ্ছি প্রশাসনের কাছে।

এদিকে, এ ঘটনা জানাজানি হওয়ার পর জেলা ও উপজেলা সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুুল্লাহ আহমদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায়। কোনোভাবেই তিনি এ ধরনের আচরণ করতে পারেন না। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তা নাহলে গণমাধ্যমকর্মীরা আগামীতে আন্দোলনে যাবে।’

রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ বলেন, নেগেটিভ সংবাদ একজন সাংবাদিক করতে পারবে না। আবার করলে গ্রেফতারের হুমকি, এটা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার শামিল। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।’

ওই অনুষ্ঠানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ওঠার নিউজ করার কারণে ইউএনও গ্রেফতারের হুমকি দিয়েছেন সবার সামনেই।

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে বলেন, প্রথমত শহীদ মিনারে জুতা পায়ে উঠে এমনিতেই তারা অন্যায় করেছেন। তার ওপর নিউজ করার পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে এ ধরনের হুমকি একজন নির্বাহী কর্মকতার কাছ থেকে আশা করা যায় না। উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টি খতিয়ে দেখে অপ্রীতিকর এ ঘটনার সুরাহা করবেন।’

এদিকে, ওই সভায় থাকা গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে পুলিশ দিয়ে সাংবাদিককে ধরিয়ে দেয়ার হুমকির বিষয়ে আমি কিছু জানি না। আমি সভার শেষ পর্যন্ত ছিলাম না।’

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা সময় সংবাদকে বলেন, ‘সভায় শুধুমাত্র আগামী ৭ মার্চ ও ২৬ মার্চের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। উপজেলার সাংবাদিকদের দাবি জানাই, তারা এসব কমিটিতে আসতে চায়। কমিটিতে অন্তর্ভুক্তির পর দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তাদের উদ্দেশ্যে জাতীয় দিবসে সব ব্যর্থতার দায়ভার গ্রহণের কথা জানিয়েছি।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সাংবাদিককে গ্রেফতারের কথা বলিনি। আমি সাংবাদিকদের সতর্কতার সঙ্গে নিউজ করতে বলেছি।’

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত’) দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। সেখানে একজন অফিসার পাঠিয়ে বিষয়টির সত্যতা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘বাংলাদেশ নীতি’

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে। পরিবর্তিত নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্র মনে করছে।

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর)। সন্ধ্যার

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছে। অন্যদিকে, বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখ লোক। শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে দেশের ১৬১ টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি’) আগামী ২১ মে এসব উপজেলায়

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

টেকনাফে আরও ৮ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ আটজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। বুধবার (২৭ মার্চ’)