সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নওদাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আবু সায়েমকে তার নিজ বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখা গ্রাফিতির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় সহ-সমন্বয়ক আবু সায়েম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তার বড় ভাই শাহাদৎ হোসেন।

মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই তাদের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা।

সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের প্রামাণিকের ছোট ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সায়েম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সায়েমের বড় ভাই শাহাদৎ হোসেন বলেন, আমার ছোট ভাই সহ-সমন্বয়ক। ছাত্র আন্দোলনের সময় সে মাটিডালিসহ শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদের নিয়ে মিছিলে অংশগ্রহণ করে এবং সরকার পতনে ভূমিকা পালন করে। গতরাতে আমার ছোট ভাই যে রুমে থাকে সেই রুমের দেয়ালে দেয়াল লিখনের মাধ্যমে কে বা কারা মৃত্যুর হুমকি দেয়।

আমি তার বড় ভাই হিসেবে বলতে চাই, সে জীবনের ঝুঁকি নিয়ে এ দেশকে ‘স্বাধীন’ করেছে। তিনি আরো বলেন, স্বাধীনতার পরেও যদি আমার ভাইয়ের মৃত্যুর হুমকি আসে, তাহলে এ দেশ ‘স্বাধীন’ করে কী হলো। আমি প্রশাসনের আহ্বান জানাব, আমার ভাইয়ের মতো আর কাউকে যেন মৃত্যুর হুমকি না দেওয়া হয়। আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে বগুড়া জেলা সমন্বয়ক সাকিব খান বলেন, গত ২ অক্টোবর মোটরসাইলেকেল করে আমাকে ধাওয়া করা হয়। আমিও তাদের ধাওয়া করি। পরে তাদের আর খোঁজে পাওয়া যায়নি। পরে আমি আমার নিরাপত্তার জন্য থানায় জিডি করি। গত রাতে আমার সহ-সমন্বয়ক আবু সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ বলে হুমকি দিয়ে গেছে।

আমরা সমন্বয়করা মৃত্যুর হুমকি-ধামকি তোয়াক্কা করি না। আমরা ফ্যাসিবাদী সরকারকে দেশ থেকে তাড়াতে পারি আর ফ্যাসিবাদের দোসরকে দেশ থেকে উৎখাত করতে পারি। যারাই মৃত্যুর হুমকি দিক না কেন তাদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির দিতে হবে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম গোপনে কাজ করছে। বগুড়া জেলা সমন্বয়ক সাকিব খানের ওপর মোটরসাইকেলে করে ধাওয়ার ঘটনায় আমরা জিডি হাতে পেয়েছি। যারাই জড়িত হোক না কেন তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভালোবেসে বিয়ে করে ভূল করেছি চিরকুট লিখে গৃহবধুর আত্মহত্যা

ওয়াসিম শেখ.সিরাজগঞ্জ: জীব‌নে যে কত বড় ভূল করেছি ভালোবেসে বিয়ে করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে রাবেয়া (২১) নামের এক গৃহবধূ। আজ শুক্রবার (১৮ অক্টোবর)। সকাল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে। মঙ্গলবার রিজার্ভে ছিল ২০ বিলিয়নের বেশি ডলার।

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি

শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণ মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা

বাঁশখালীতে অবাধে নিধন করা হচ্ছে পরিবেশ বান্ধব বিপন্ন প্রজাতির কুচিয়া

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত নিধন করা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জন্য উপকারী বিপন্ন প্রজাতির কুচিয়া। উপজেলার বিভিন্ন এলাকায়

বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।এ