
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজ বুধবার (২৬ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রয়েল রুপালী হোটেলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার মুখপাত্র এএইচএম মহিবুল্লাহ মহিবসহ প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার মুখপাত্র এএইচএম মহিবুল্লাহ মহিব।