
মো.জাকির হোসাইন,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার সাহেবগঞ্জের জি আর কলেজ এর পাশে ফুলজোর নদী থেকে অবৈধ ভাবে নিষিদ্ধ বাংলাড্রেজার ব্যবহার করে বালু উত্তলনের সময় বাংলাড্রেজার জব্দ করে সাবেক ইউপি সদস্যর মো. হাবিবুর রহমান এর জিম্বায় দিয়েছে সলঙ্গা থানা পুলিশ।
আজ সোমবার বিকেল সারে ৩ টার সময় সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক এসে আই আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালায়। অভিযানে সাদ্দাম হোসেনের মের্সাস জলসিড়ি আনলোড ফ্রেজার নামে একটি ড্রেজারের জব্দ করে সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান এর জিম্বায় দেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানার এস আই আনোয়ার হোসেন।
সলঙ্গা থানার এস আই আনোয়ার হোসেন, সাহেবগঞ্জের জি.আর কলেজ এলাকায় ফুল জোর নদী থাকা সাদ্দাম হোসেনের মের্সাস জলসিড়ি আনলোড ফ্রেজার নামে একটি ড্রেজারের জব্দ করে আমার জিম্বায় দিয়েছেন বলে জানান, সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান।
বাংলাড্রেজার জব্দের বিষয়ে জানতে মের্সাস জলসিড়ি আনলোড ফ্রেজারের মালিক সাদ্দাম হোসেনের মুঠোফোনে বার বার কল দিলেও সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বাংলা ড্রেজারের মালিক কে পাওয়া যায়নি। মালিক পেলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।