জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০ বছর বয়সী নাজিম আলি আকন্দ নামে এক বিদ্ধের জমি জোরপূর্বক দখলের
অভিযোগ উঠেছে একই এলাকার হান্নান গংদের বিরুদ্ধে।
শুক্রবার সকালে থানার ধুবিল ইউনিয়নের সাতকুর্শি গ্রামে এঘটনা ঘটে, ভুক্তভোগী নাজিম আলি আকন্দ সলঙ্গা থানায় আব্দুল হান্নান শেখ ও তার দুই ছেলে রাসেল ও রাশিদুল শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী নাজিম আলি আকন্দ বলেন, ক্রয়সূত্রে ওই জমির মালিক আমি দির্ঘ ৭০ বছর ধরে
খাচ্ছি যার খাজনা খারিজ সব কিছু আমার আছে। আব্দুল হান্নান শেখ প্রভাবশালী হওয়ায় জোরপূর্বক আমার জমি দখল করে ৫০ হাজার টাকার গাছ কেটে নেয়। এমনকি নেট জাল দিয়ে ঘেরার কাজ করে জমিতে গাছের চারা রোপণ করে এবং একটি ঘর তুলে দখল করে। হুমকি দিয়ে বলে জমির দ্বারে আসলে মেরে ফেলবো আমি ভয়ে জমিতে যেতে পারছি না। এ ঘটনায় ভুক্তভোগী নাজিম আলি আকন্দ জীবনের নিরাপত্তা চেয়ে জায়গা দখলমুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় অনেকে জানান, হান্নান ঐ এলাকার ভূমিদস্যু নামে পরিচিত সে এর আগেও অন্যের জমি দখল করার অভিযোগ রয়েছে, নাজিম আলি আকন্দ এর ৬ শতক জায়গা জোর করে দখল করে ৫০ হাজার টাকার গাছ কেটে নিয়ে জমিতে গাছ রোপন করেন, এ অভিযোগে থানা পুলিশ কাটা গাছ জব্দ করেছে। ইতোপূর্বে সলঙ্গা থানায় একটি অভিযোগ দাখিল করেছিলো, দখলকারীরা জমিদখল ছাড়াও ভুক্তভোগী নাজিম আলি আকন্দ কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে, আসলে প্রকৃত জমির মালিক নাজিম আলি আকন্দ অনেক বছর হলো দেখে আসছি। এই বিষয়ে আব্দুল হান্নান শেখ জানান,জায়গাটা আমার বাবার কেনা সম্পত্তি জমির দলিল আছে
খাজনা খারিজ করা হয় নাই, আমাদের গাছ আমরা লাগাইছিলাম খাট বানানোর জন্য কেটেছি পুলিশ আসছিলো বিষয় টা নিয়ে আমরা বসবো।
এ ব্যাপারে মামলার আয়ু সলঙ্গা থানার এসআই বজেশ্বর বলেন, ভুক্তভোগী নাজিম আলি আকন্দ থানায় এসে মামলা করেছিলেন তার প্রেক্ষিতে আমি নিজে গিয়ে কাটা গাছ জব্দ করে এসেছিলাম যদি ঘর তুলে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.