
জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় পূর্ব শত্রুরতার জের ধরে খড়রের পালা ভেঙে নেওয়া ও ভুক্তভোগী পরিবারের লোকজনকে এলোপাতারি ভাবে পিটিয়ে জখম করার
অভিযোগ উঠেছে দুলাল ও পর্বত গংদের বিরুদ্ধে।
শুক্রবার সকালে থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার দক্ষিন পাড়া গ্রামে এঘটনা ঘটে ।
স্থানীয় প্রধানবর্গ বলেন ভুক্তভোগী মির্জাফুল ও দুলাল ও পর্বত গংরা দির্ঘ দিন ধরে জমি মজা সংক্রান্ত বিরোধ করে আসছে এবিষয় নিয়ে গ্রামমো ভাবে একাদিক বার মিমাংসা করে দেওয়া হয়েছে কিন্ত দুলাল ও পর্বত গংরা লাঠির ক্ষমতা দেখিয়ে প্রধান মাতব্বরদের অমান্য করে খড়রের পালা ভেঙে নিয়ে যায় এবং ভুক্তভোগী পরিবারকে মারধর করে জখম করে।
অভিযোগ সুত্রে জানাযায় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো প্রতিবেশি দুলাল ও পর্বত আলীদের সাথে এর জের ধরে মির্জাফুলের পৈতৃক সম্পত্তি বসত বাড়ি দখল করার জন্য বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছে, তারি ধারাবাহিকতায় শুক্রবার সকালে জোর পূর্বক পরিকল্পিতভাবে লাঠি শোঠা নিয়ে খড়রের পালা ভাঙ্গতে আসলে, ভুক্তভোগী পরিবার বাধা প্রধান করলে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে, এঘটনায় ভুক্তভোগী মির্জাফুল নিরুপায় হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে বিবাদীগনের সাথে কথা হলে আব্দুল জব্বার জানান, আমাদের যায়গায় তাদের খড়রের পালা দেওয়া ছিলো বার বার সরিয়ে নিতে বললে তারা নেয়নি পরে আমরা ভেঙে দিয়ে জায়গা ফাকা করছি।
এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











