
জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজারে ইউনিয়ন যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা যুবদলের সদস্য সচিব মোঃ শাহিন রেজা,থানা যুবদলের যুগ্ন আহবায়ক মেহিদি হাসান আমজাদ, যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম এলাহী, যুগ্ম আহবায়ক তারিফ মাহমুদ, যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম ও রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম তালুকদার ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন,
এসময় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।