রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে থানা পুলিশ।
সলঙ্গা থানার চকবরু গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন। নিহত ৮৫ বছর বয়সী সন্দেস বেগম ওই গ্রামের নওশের মোল্লার স্ত্রী।
এ ঘটনায় আটক তার নাতি ২২ বছর বয়সী সজিব হাসান একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বজনরা বলেন, বুধবার গভীর রাতে শয়ন কক্ষে প্রবেশ করে সজিব তার দাদিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর সজিব তার ফেইসবুকে ‘আল্লাহু আকবার’ লিখে একটি পোস্ট দেয়। কিছুক্ষণ পর আবারও ‘ইনশাআল্লাহ, একটাও ছার পাবে না’ লিখে আরেকটি পোস্ট দেয়।
কিছুক্ষণ পর বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং সজিবকে আটক করে থানায় নিয়ে আসে।
এসআই শহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত। মানসিক সমস্যার কারণে সে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ সহ সজিব নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.