জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে ভূমিদস্যুদের একটি সংঘবদ্ধ দখলদার চক্র লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে কমিশনের সদস্যদের ওপর।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের চক ঘুঘাট গ্রামে এঘটনা ঘটে, সরেজমিনে গিয়ে জানাযায় দীর্ঘদিন ধরে জমি জবরদখল করে রেখেছে,হেলাল,শাহাদত,মতু,ইদ্দিস,কুদ্দুস,গনজের,হয়রতরশিদ, লতিফসহ একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র।
জমির প্রকৃত মালিক হাবিবুর রহমান রায়গঞ্জ সিরাজগঞ্জ আমলী আদালতে ৯৪/৬ এ ১৮৮.৫৬শতক যায়গার উপর মামলা করেন। বিষয়টি বিজ্ঞ আদালত জমির প্রকৃত মালিক হাবিবুর রহমানকে দীর্ঘ ২০ বছর পরে গত ১৯জুন ২০২৩ ইং মামলার রায় প্রদান করেন।
আদালতের নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে অ্যাডভোকেট আব্দুল লতিফ মির্জা কমিশনার, সিরাজগঞ্জ জজ কোর্টের প্রসেস সার্ভেয়ার আমিনুর রহমান ও গোলাম মোস্তফাসহ কমিশনের অন্যান্য সদস্যরা জমিতে উপস্থিত হলে ভূমিদস্যু চক্র মানিক সরকারের নেতৃত্বে কিছু ভাড়াটিয়া ও দখলদার অতর্কিত হামলা চালায়। এসময় প্রকৃত জমির মালিকসহ কয়েক জন আহত হন।
এবিষয়ে আদালতের নির্দেশনা মোতাবেক আশা অ্যাডভোকেট আব্দুল লতিফ মির্জা কমিশনার জানান,আদালত দির্ঘ ২০ বছর পর সকল কাগজ পত্র দেখে হাবিবুর রহমানের পক্ষে রায় দিয়েছেন, এরপরও একটি সংঘবদ্ধ চক্র বেআইনিভাবে জমি দখল করে রেখেছে এবং আজ সরকারি কাজে বাধা দিয়ে হামলা চালিয়েছে, এদের আইনের আওতায় আনা জরুরি।
এবিষয়ে জানতে বিবাদী হেলাল কে মোবাইল ফেনে যোগাযোগ করলে তিনি জানান, এই জমির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আফিল করেছি আগামী ১১-১২-২৫ ইং তারিখে শুনানী হবে কোর্ট যে রায় দিবে আমি সেই রায় মেনে নিবো কিন্ত এর মধ্যে জমিতে কেন মাপতে আসলো এটা জানতে গেলে আমার উপর হামলা চালিয়ে আহত করেছে আমি এখন হাসপাতালে আছি।
স্থানীয় অনেকে বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক সিরাজগঞ্জ জজ কোর্ট থেকে কয়েকজন আসছে দেখলাম তারা জমিতে মাপার জন্য গেলে মাপার ফিতা কেরে নেয় এসময় জমির মালিকরা এগিয়ে গেলে হেলাল,শাহাদত,মতু,ইদ্দিস,কুদ্দুসসহ আরো অনেকে হাবিবুর রহমানদের উপর হামলা চালায় এতে কয়েকজন আহত হয়,সরকারী কাজে বাধা দেওয়ায় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.