নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি অতঃপর সংঘর্ষে জরিয়ে পরে দু'দল গ্রামবাসী।
সোমবার (৯ জুন) রাতে সরাইল নাসিরনগর আঞ্চলিক লাখাই সড়কের পাঠানপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্রাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানান টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করতে এলে আসলে রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতি হয়। এর জেরে কুট্রাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.