সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইসলামের বিরোধিতা করা হবে না। তবে পরে তিনি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন, যা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক ছিল। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাতিল করে ইসলামীকরণের উদ্যোগ গ্রহণ করেন।
সোমবার (১১ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে জমিয়তে উলামায়ে ইসলামের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আল হাবিব অভিযোগ করেন, গত ১৫ বছরে দেশ লুটপাটের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গঠন ও অন্যায়-অপরাধ দমনে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ দেশে আলেমদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু সাম্প্রতিক সময়ে আলেমরা নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নিয়ে মুফতি ফজলুল হক আমিনীর অনেক স্বপ্ন ছিল। জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন এবং সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.