‘সরব হচ্ছে বিএনপি, আসছে ৩১ দফা’

নিজস্ব প্রতিবেদক: সরকারের নানা অনিয়ম, দুর্নীতি এবং দেশের নানা সমস্যা ও এর সম্ভাব্য সমাধান নিয়ে সেক্টরভিত্তিক ১০ দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বিএনপি। এই পরিকল্পনা বাস্তবায়ন করবে হাইকমান্ড। এ নিয়ে বিএনপির মিডিয়া সেলের সঙ্গে গত শনিবার এক ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফাকে নতুন করে সামনে আনা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।’

নির্ভরযোগ্য সূত্র এবং বিএনপি বলছে, আন্দোলন ও দ্বাদশ সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। আন্দোলন ঘিরে দেশ-বিদেশে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়েও সরকার নানা অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় পাল্টা জবাব দেওয়া হলেও সেটাকে যথেষ্ট বলে মনে করছেন না হাইকমান্ড। তাই ফেসবুক, টুইটার (বর্তমানে ‘এক্স’), টকশো, ব্লগসহ অনলাইন, অফলাইন সব প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে ব্যবহার করে দেশবাসীর কাছে সঠিক তথ্য ও দলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা যায়, সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তাদের নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিষয়গুলোও দেশবাসীর সামনে জোরালোভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক্ষেত্রে ব্যাংক, বিদ্যুৎসহ দশটি সেক্টরকে চিহ্নিত করেছে দলটি। এসব সেক্টরের দুর্নীতি, অনিয়মের চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে মিডিয়া সেলের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা এ নিয়ে কাজ করছেন। বিষয়টি চূড়ান্ত হলে তা দেশবাসীর সামনে তুলে ধরা হবে। এই উদ্যোগ সরকারের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হবে বলে মনে করছে বিএনপি। এর আগে নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ১৩ জানুয়ারি যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের জন্য কী করবে, তাদের কর্মপরিকল্পনা কী হবে-সে বিষয়গুলো তুলে ধরতে ৩১ দফাকে নতুন করে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমাদের নেতাকর্মীদের মধ্যে যারা টকশোতে যাচ্ছেন, তারা যেন সেখানে এসব বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে প্রস্তুতি নিয়ে যান, তা নিয়ে দলের মিডিয়া সেল বিশেষ উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও সরকারের অপপ্রচার রোধে আমরা অনলাইন ও অফলাইনে সঠিক তথ্য উপস্থাপন করে প্রচার চালানোরও উদ্যোগ নিয়েছি।’

দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিএনপির বিরুদ্ধে সরকার ও সরকারি দলের নানা অপপ্রচার রোধ এবং নির্বাচন, আন্দোলনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরে পার্টির অবস্থান পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম, টকশোসহ মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুনতাহাকে পুঁ.তে রাখা হয় কাদামাটিতে

ঠিকানা টিভি ডট প্রেস: সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তার জেরিনকে (৬) হত্যার পর পুঁতে রাখা হয় কাদামাটিতে। পুঁতে রাখা মরদেহটি খাল থেকে সরিয়ে

তাড়াশের ঐতিহ্যবাহী তিন”শ” বছরের দইয়ের মেলায় সরবরাহ বেশি বিক্রি কম 

লুৎফর রহমান তাড়াশ: তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। জনশ্রুতি আছে তৎকালীন পরম বৈঞ্চব জমিদার রাজা রায়

শত শত বিড়ালের দখলে সৌদির রাস্তা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: প্রতিদিন রাতে সৌদি আরবের একটি রাস্তায় শত শত বিড়ালের দেখা মেলে। পুরো রাস্তায়টাই তারা দখল করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন

আগস্টের পর ভারতে ঢুকতে গিয়ে আটকরা অধিকাংশ মুসলিম

অনলাইন ডেস্ক: গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত

দুর্নীতি,অবৈধ উপার্জনের অভিযোগ স্থানীয় সরকারের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম বিরুদ্ধে

শহরে আলিশান ফ্ল্যাট। গ্রামে বিপুল পরিমাণ ফসলি জমি সিরাজগঞ্জ প্রতিনিধি: পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অবৈধ ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল

‘সাবেক ১২ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণ করছে। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চতুর্থবারের মতো সরকার গঠন করেছে’।