‘সরব হচ্ছে বিএনপি, আসছে ৩১ দফা’

নিজস্ব প্রতিবেদক: সরকারের নানা অনিয়ম, দুর্নীতি এবং দেশের নানা সমস্যা ও এর সম্ভাব্য সমাধান নিয়ে সেক্টরভিত্তিক ১০ দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বিএনপি। এই পরিকল্পনা বাস্তবায়ন করবে হাইকমান্ড। এ নিয়ে বিএনপির মিডিয়া সেলের সঙ্গে গত শনিবার এক ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফাকে নতুন করে সামনে আনা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।’

নির্ভরযোগ্য সূত্র এবং বিএনপি বলছে, আন্দোলন ও দ্বাদশ সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। আন্দোলন ঘিরে দেশ-বিদেশে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হয়েছে। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়েও সরকার নানা অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় পাল্টা জবাব দেওয়া হলেও সেটাকে যথেষ্ট বলে মনে করছেন না হাইকমান্ড। তাই ফেসবুক, টুইটার (বর্তমানে ‘এক্স’), টকশো, ব্লগসহ অনলাইন, অফলাইন সব প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে ব্যবহার করে দেশবাসীর কাছে সঠিক তথ্য ও দলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা যায়, সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তাদের নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিষয়গুলোও দেশবাসীর সামনে জোরালোভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক্ষেত্রে ব্যাংক, বিদ্যুৎসহ দশটি সেক্টরকে চিহ্নিত করেছে দলটি। এসব সেক্টরের দুর্নীতি, অনিয়মের চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে মিডিয়া সেলের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা এ নিয়ে কাজ করছেন। বিষয়টি চূড়ান্ত হলে তা দেশবাসীর সামনে তুলে ধরা হবে। এই উদ্যোগ সরকারের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হবে বলে মনে করছে বিএনপি। এর আগে নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ১৩ জানুয়ারি যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের জন্য কী করবে, তাদের কর্মপরিকল্পনা কী হবে-সে বিষয়গুলো তুলে ধরতে ৩১ দফাকে নতুন করে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমাদের নেতাকর্মীদের মধ্যে যারা টকশোতে যাচ্ছেন, তারা যেন সেখানে এসব বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে প্রস্তুতি নিয়ে যান, তা নিয়ে দলের মিডিয়া সেল বিশেষ উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও সরকারের অপপ্রচার রোধে আমরা অনলাইন ও অফলাইনে সঠিক তথ্য উপস্থাপন করে প্রচার চালানোরও উদ্যোগ নিয়েছি।’

দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিএনপির বিরুদ্ধে সরকার ও সরকারি দলের নানা অপপ্রচার রোধ এবং নির্বাচন, আন্দোলনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরে পার্টির অবস্থান পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম, টকশোসহ মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোপনে মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

গোপনে মা হওয়ার গুঞ্জন উঠেছে অভিনেত্রী বিদ্যা বালানের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে মেয়েকে আদর করছেন বিদ্যা। ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়।

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। পুলিশ। বৃহস্পতিবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করে

ঈদের দিনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে সোমবার (৩১ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সচিবালয়ে প্রভাব বিস্তার করতে যাওয়া তানভীর নামে কোনো সমন্বয়ক নেই: আবু বাকের

নিজস্ব প্রতিবেদক: তানভীর নামের এক ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার (১৪

বাড়িতে একা রেখে ১০ দিনের জন্য ঘুরতে গেলেন মা, নির্মম মৃত্যু শিশুর

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য মা হয়েছেন ক্রিস্টেল ক্যান্ডেলারিও। মাত্র ১৬ মাসের সন্তান জাইলিন। বাড়িতে তাকে একা ফেলে রেখে দশ দিনের জন্য ডেট্রয়েট, মিশিগান আর পুয়ের্তো রিকো

চেয়ারম্যান-মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক

ঠিকানা টিভি ডট প্রেস: মেয়র (পৌরসভা-সিটি করপোরেশন) ও চেয়ারম্যান (ইউনিয়ন-উপজেলা-জেলা পরিষদ) পদে সরাসরি ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা