নিজস্ব প্রতিবেদক: দুই দিন আড়ত বন্ধ থাকার পর রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ডিমের সরবরাহ। তবে সরকার খুচরা দর ১১ টাকা ৮৭ পয়সা বেধে দিলেও পাইকারিতে প্রায় দেড় টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে প্রতিটি ডিম।
রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে হাহাকার থাকলেও মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকেই আসতে শুরু করেছে ডিমভর্তি ট্রাক। তবে উৎপাদক থেকে ডিম পাইকারি পর্যায়ে আসতেই বেশ কয়েকবার হাত বদল হচ্ছে। আর এভাবেই প্রতিটি স্তরে অস্বাভাবিক হারে বাড়ছে ডিমের দাম।
উৎপাদক এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ডিমের বাজার দর নিয়ন্ত্রণে পাইকারি ১১ টাকা এক পয়সা আর খুচরা মূল্য প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করে সরকার। তবে পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ১২ টাকা ৫০ পয়সা।
ক্রেতারা বলছেন, শুধু দাম বেধে দিলে হবে না, সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.