নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলছে সারাদেশে। এ বিষয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, দেশের বৃহত্তর প্রেক্ষাপটে সরকারি চাকরিতে কোটা আলাপ-আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারে। তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনে স্বাধীনতাবিরোধী চক্রের উসকানি আছে।'
রোববার (৭ জুলাই') গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি যারা স্বাধীনতাবিরোধী শক্তি তাদের উসকানিতে আবার যাদের মুক্তিযুদ্ধের নাম শুনলে গাত্রদাহ শুরু হয় তাদের ইন্ধনে একটি আন্দোলনের চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এ বিষয়ে সচেতন ও সোচ্চার হবে। তবে দেশের বৃহত্তর প্রেক্ষাপটে এই কোটা আলাপ-আলোচনার মাধ্যমে সরকার পুনর্বিবেচনা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনের এই সমস্ত পরিসংখ্যান দেখে কি পরিমাণ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ও নাতিদের জন্য সেটা সরকার নিশ্চয় পুনর্বিবেচনা করবেন। এই সংখ্যা যেনো নিশ্চিত হয়, যে সংখ্যা মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে, সেখানে অন্য কাউকে নিয়োগ দেওয়া কোনোমতে সঠিক হবে না।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.