সরকারের সাথে সমঝোতা: নেতৃত্বে আসছেন খালেদা’?

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর গতকাল বাড়িতে ফিরে গেছেন। যেদিন শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছিল, সেদিন বেগম খালেদা জিয়ার বাড়িতে ফিরে যাওয়ার পিছনে কোন রাজনৈতিক যোগসূত্র আছে কি না তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

বিভিন্ন দায়িত্বশীল সূত্র বলছে যে তারেক জিয়ার ব্যর্থ কৌশল এবং ভুল রাজনীতির কারণে বিএনপি মুখ থুবড়ে পড়েছে। আর এ কারণেই বিএনপির নেতাকর্মীরা এখন তারেক জিয়ার হাত থেকে দলকে মুক্ত করতে চাইছেন। বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন যে, বেগম খালেদা জিয়া যদি নামমাত্র নেতৃত্বেও থাকেন এবং দলের প্রধান হিসেবে ছোটখাটো নির্দেশনা দেন, তাহলেও বিএনপিকে ঘুরে দাঁড় করানো সম্ভব। আর সেজন্যই বেগম খালেদা জিয়াকে আবার নেতৃত্বে আনার পরিকল্পনা নিচ্ছেন কোনো কোনো মহল। যদিও বেগম খালেদা জিয়ার পারিবারিক সূত্র বলছে যে, তিনি অত্যন্ত অসুস্থ। রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার মতো কোন অবস্থা তার নেই। তবে বিএনপির বিভিন্ন নেতারা মনে করছেন যে বেগম খালেদা জিয়া শুধু নামমাত্র প্রধান থাকবেন তাহলেই দলের নেতাকর্মীরা চাঙ্গা হবেন এবং নতুন করে তাদের পথচলা শুরু হতে পারে।

তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে নির্বাচনের পর বিএনপি সরকারের সাথে সমঝোতা চেষ্টা করছে। এই সমঝোতার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম এবং খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা এবং তাদেরকে গঠনমূলক রাজনীতির পথে নিয়ে আসার সুযোগ দেওয়া হতে পারে। ইতোমধ্যে নির্বাচনের পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। আরও কয়েকটি মামলায় তার জামিন প্রক্রিয়াধীন রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব শীঘ্রই কারাগার থেকে বের হবেন বলেও ধারণা করা হচ্ছে।’

তবে এটির সাথে সরকারের কোনো সমঝোতার প্রয়াস আছে কিনা সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। তবে একটি মহল মনে করছে যে তারেক জিয়া একজন সন্ত্রাসী দুর্বৃত্ত। তারেক জিয়ার সঙ্গে সরকার কোনরকম আপোষ সমঝোতা করবে না। নির্বাচনের আগেও তারেক জিয়ার কাছ থেকে প্রস্তাব এসেছিল সরকারের সাথে সমঝোতা করার জন্য। কিন্তু সরকারের পক্ষ থেকে তারেক জিয়ার মতো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডিত ব্যক্তির সঙ্গে কোন রকমের সংলাপের কথা অস্বীকার করা হয়েছিল। আর এ কারণেই শেষ পর্যন্ত বিএনপির সাথে কোনো রকম রাজনৈতিক সমঝোতা হয়নি।

সরকারের ঘনিষ্ঠ সূত্র বলছে যে সরকার মহলের কেউ কেউ মনে করে যে তারেক জিয়ার চেয়ে বেগম খালেদা জিয়া অনেক সহনীয় এবং রাজনৈতিক ভাবে গ্রহণযোগ্য। আর এ কারণেই বেগম জিয়ার সঙ্গে সরকারের একটি আপোষ সমঝোতার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আর এতে বিএনপি বর্তমান সরকারকে মেনে নেবে, তাদের আন্দোলনের কর্মসূচি গুলো আস্তে আস্তে গুটিয়ে ফেলবে এবং ধীরে ধীরে তারা সাংগঠনিক তৎপরতার মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নতুন করে শুরু করবে। বিএনপি এই ধরনের সমঝোতার উদ্যোগ নিচ্ছে। তবে বিএনপির পাশাপাশি কূটনৈতিক মহল থেকেও রাজনৈতিক ঐক্যমত এবং একটি সহাবস্থানের নীতিতে প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ,

একাধিক সূত্র বলছে যে নির্বাচনের পর সরকারও এখন জাতীয় ঐক্যমত এবং দেশ পুনর্গঠনের প্রক্রিয়ায় সকলকে সামিল করতে চায়। আর এই লক্ষ্যেই সরকার বিএনপির সঙ্গে একটি উদার নীতিতে এগোতে পারে। তবে সেটি কখনোই তারেক জিয়ার সঙ্গে নয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও মনে করা হচ্ছে তারেক জিয়া কোনভাবেই সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা নন। আর তার রাজনৈতিক কৌশলে কোনো বিচক্ষণতা নেই। তিনি কারো কথাই শুনেন না। এমনি দলের সিনিয়র নেতাদের পরামর্শকেও তিনি উপক্ষো করেন। লন্ডনে বসে বাংলাদেশের বাস্তবতা না বুঝে তিনি যে রাজনৈতিক রূপ পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে। এ কারণেই বিএনপির মধ্যে তারেক হঠানোর দাবি সোচ্চার হয়েছে। এরকম একটি বাস্তবতায় তারেক জিয়াকে সরিয়ে দেওয়া এবং সেখানে বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে নিয়ে এসে দল পুর্নগঠন অগ্রাধিকার পাচ্ছে। আর এ কারণেই বিএনপির একটি অংশ এখন সরকারের সঙ্গে নতুন করে দেন দরবার শুরু করতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেন নারী দিবসের প্রতীক বেগুনি

ঠিকানা টিভি ডট প্রেস: নিয়ম করেই প্রতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। লিঙ্গবৈষম্য কমাতে, পুরুষ-নারী সমানাধিকারের জন্য বিশ্বজুড়েই পালন করা হয়

‘আসামে আইএসআইএসের তালিকাভুক্ত ২ অপরাধী গ্রেপ্তার, একজনের স্ত্রী বাংলাদেশি’

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের ওই দুই শীর্ষ নেতার ভারতে নাশকতার

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডাঃ এম এ মুহিত ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ারকে দল থেকে সাময়িকভাবে স্থগিত করা

১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি

ফের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।। সোমবার (২২

সরকারের ব্যাংক ঋণ ৮৭% আমানত ভিত্তিক, বিনিয়োগ নয়, বেড়েছে ঋণের বোঝা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আমানত বেড়েছে প্রায় ৩ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৭