সরকারের পাশে থাকবে দলগুলো, ফ্যাসিবাদ মোকাবিলার ঘোষণা

স্টাফ রিপোর্টার: বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন দেশের প্রধান চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে এ আশ্বাস দেন নেতারা। সেইসঙ্গে যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই মোকাবিলার ঘোষণা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কাল থেকে যেখানে ফ্যাসিবাদ, সেখানেই মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে প্রধান উপদেষ্টাকে।

ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো।,

তিনি বলেন, বারবার কেন সচিবালয় আক্রান্ত হয়, সেটি খতিয়ে দেখতে বলেছেন নেতারা। বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তারা গুজব ছড়াচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে।

তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের কিছু জানাননি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে বলে বলা হয়। এনসিপির পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও আইনশৃঙ্খলা শক্তিশালী করার আহ্বান

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে।

তিনি জানান, বিশেষ করে গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় জাতির হৃদয় বিদীর্ণ হয়েছে এবং সেখানে নিহত শিশুদের পরিবারে যথাযথ সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি।

তাহের বলেন, দেশে পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কিছু দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা চিহ্নিত করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের উচিত প্রশাসনকে আরো কঠোর এবং সমন্বিত করা যাতে যেকোনো ঘটনা ঘটার আগেই সঠিক তথ্য পাওয়া যায়।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না, পুরনো ফ্যাসিবাদ নির্মূল হয়েছে এবং নতুন ফ্যাসিবাদ গজাতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে এবং দেশের প্রতিটি স্থানে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।,

জাতীয় নির্বাচন সামনে রেখে তাহের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে হবে।

তিনি জানান, তিনি এবং তার দল সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং গত নির্বাচনের মতো সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে।

অবশেষে তিনি বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউ’ অর্থাৎ প্রতিরোধই শ্রেষ্ঠ চিকিৎসা, সেই কারণে সরকারের উচিত প্রিভেনশনকে আরও শক্তিশালী করা। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা মন্ত্রী পরিষদসহ সকলে মিলে কঠোর মনোভাব নিয়ে কাজ করবেন এবং সহযোগিতা কামনা করেছেন।

তাহের বলেন, ‘আমরা সরকারকে পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেবো ইনশাআল্লাহ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেসরকারি খাত বিপর্যস্ত, ঋণনির্ভর বাজেটে আশার আলো নেই

সরকারি অর্থনৈতিক নীতি ঋণকেন্দ্রিক, ব্যবসায়ীদের হয়রানি ও শিল্পবিনাশে থমকে যাচ্ছে প্রবৃদ্ধি স্টাফ রিপোর্টার: গত প্রায় ১০ মাসে বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে ঋণই হয়ে উঠেছে প্রধান অবলম্বন।

ভারত থেকে বাংলাদেশের পাঁচ কিলোমিটার এলাকা দখলমুক্ত করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক: বিএসএফের দখলে থাকা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

দু’দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে আট বছরের শিশুর। কথা বলছে না, নড়াচড়াও নেই। অচেতন অবস্থায় শুয়ে আছে সে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে ধর্ষণের শিকার

যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে রাজশাহীতে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ১০ ফেব্রুয়ারি ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে, আইনশৃঙ্খলা

সিরাজগঞ্জ তাড়াশে সেতুর সরঞ্জাম গায়েব, দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলাকালে ঘটেছে অনিয়মের অভিযোগ। নিয়ম অনুযায়ী ভাঙা সেতুর সরঞ্জামাদি নিলামের মাধ্যমে

অতিরিক্ত ভাড়া নেয়ায় বেলকুচি ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচাননা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রোববার (৬ মার্চ) সন্ধ্যায়