চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রথম শেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষক হিসেবে একজন আলেমকে নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন মুফতি আমির হামজা।
শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর ওলামা সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এমন দাবী করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী মুফতি আমির হামজা।
তিনি বলেন, যেদেশে ৯২ ভাগ মুসলমান বসবাস করে সেদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় কিন্তু ধর্মীয় শিক্ষার জন্য কোন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এটা খুবই দুক্ষজনক ব্যাপার।
মুফতি আমির হামজা বলেন, অন্তর্বতী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি বিদায় নিবেন। ওনার কাছে আমাদের দাবী আপনি বিদায় নেওয়ার আগে এমন কিছু করেন যেটা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন।
চুয়াডাঙ্গা ওলামা বিভাগের সভাপতি মাওলানা লুকমান হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত শংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের সভাপতি নূর মোহাম্মদ টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক জনাব দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.