সরকারী নিয়ম মানতে নারাজ আওয়ামীলীগ নেতা- লোহার পরিবর্তে বাঁশের ব্যবহার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঠিকাদারী কাজে সরকারের বেধে দেওয়া নিময় মানতে রাজি নন ঠিকাদার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর হাটে ২ তলা একটি ভবনে লোহার পাইপের পরিবর্তে বাঁশ দিয়ে ভবন নির্মাণ করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নির্মাণ কাজের ঠিকাদার সাবেক আওয়ামীলীগ নেতা মীর সেরাজুল ইসলামকে কাজের নিম্নমান ও নিময় না মেনে কাজ করার জন্য প্রকৌশল অফিস থেকে ২দফা  চিঠি দিলেও তার তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে কাজ করে চলছে । এবিষয়ে খুদ্ধ হাটের সাধারন মানুষ। তবে নিয়ম না মেনে কাজ করার কোন সুযোগ নেই বলে জানান, সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সারা দেশব্যাপী হাট ভবন নির্মাণ করা হচ্ছে । এর আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর বাজারে দুই তালা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে। ২০২৩ সালের মে মাসে মেসার্স লিটন এন্টারপ্রাইজ চুক্তিবদ্ধ হয়। এতে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়। বিভিন্ন প্রকারের ব্যয়ের মধ্যে প্রায় ১৫ লাখ টাকার স্টিল সাটার ও লোহার পাইপের ব্যবহার ধরা থাকলেও ঠিকাদার ইচ্ছামতো বাঁশের ব্যবহার করে যাচ্ছে। কাজটি ২০২৪ সালের গত এপ্রিল মাসে শেষ করার কথা থাকলেও আজ অবধি কাজ হয়েছে ২৫ থেকে ৩০ শতাংশ বলে জানায় স্থানীয় প্রকৌশল অফিস।  কাজের মান ও কাজের বিবরনিতে স্টিল সাটার ও লোহার পাইপের ব্যবহার করার কথা উল্লেখ করে ঠিকারদার প্রতিষ্ঠানকে চিঠিও দেওয়া হয়েছে। প্রকৌশল অফিস থেকে বার বার তাগাদা দিলেও ক্ষমতার দাপট দেখিয়ে কাজ করে যাচ্ছে ঠিকাদার। দেখাযায় ভবনটিতে প্রথম তলার ঢালাই করার জন্য কাঠ ও বাশ দিয়ে ফ্রেম করা হয়েছে। স্থনীয়দের অভিযোগ, মীর সেরাজুল আওয়ামিলীগের প্রভাবে এখনও জেলার নির্বাহী প্রকৌশলী অফিসের সাথে যোগ সাজস করে যেনতেন কাজ করে কাজটি শেষ করতে চাচ্ছে। এই হাটের স্থানীয়দের দাবী ভবনটি যেন সঠিক ভাবে করা হয়।

এবিষয়ে বেলকুচি উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, আমরা গত মাসে ডিজাইন মোতাবেক ও মানসম্মত সামগ্রী ব্যবহারের জন্য দুই দফা চিঠি প্রদান করেছি। এই কাজের ক্ষেত্রে স্টিল ও লোহার পাইপ দিয়ে ছাদ ঢালাইয়ের উল্লেখ আছে। কিন্তু ঠিকাদার এখন পর্যন্ত বাশ ও কাঠ দিয়ে ঢালাইয়ের জন্য ফ্রেম করেছে। বাঁশ ও কাঠ দিয়ে ঢালাই দিলে এই ধরনের বড় মানের ভবনের জন্য ক্ষতি সাধন করতে পারে। এভাবে নির্মাণ হলে ভবনের স্থায়িত্বকাল কমিয়ে দেয়। আমাদের এই কাজে প্রায় ১৫ লাখ টাকার স্টিল সাঁটার ধরা আছে।

এবিষয়ে উপজেলার আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঠিকাদার মীর সেরাজুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, বাঁশ সাঁটারে ব্যবহার করলে কি সমস্যা, স্টিল সাঁটার ব্যবহার করব কিনা, আমার ব্যাপার। ভবন ভেঙ্গে গেলে ক্ষতিপূরণ আমাকে দিতে হবে তাতে অন্যের সমস্যা কি। এছাড়া এবিষয়ে অফিস সব জানে ও সমন্বয় করে কাজ কারা হচ্ছে জানান তিনি।  কাজে ধীরগতি কেনো এ বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এবিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, যেহেতু ভবনের সাটারিং এর জন্য বরাদ্দ দেয়া আছে সেহেতু কোনভাবেই বাস ও কাঠ দিয়ে সাটারিং দেওয়া যাবে না। ঠিকাদারকে এরই মধ্যে জানানো হয়েছে সাত দিনের মধ্যে বাস ও কাঠের সাটারিং খুলে ফেলার কথা বলা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড

জেমস আব্দুর রহিম রানা: যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্রামের

বিএনপিকে যারা থামাতে গেছে, তারাই ধ্বংস হয়েছে : আমীর খসরু

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি

গুগল হোমপেজের বিশেষ ডুডলে মহান স্বাধীনতা দিবস’

ঠিকানা টিভি ডট প্রেস: বাঙালি জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজ ২৬ মার্চ, সেই মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে বিশ্বের

তাপদাহে পাখি ও পথের কুকুরের তৃষ্ণা মেটাতে এগিয়ে এলো রাজশাহীের স্বেচ্ছাসেবী যুব সংগঠন

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: তাপদাহে পাখি ও পথের কুকুরের তৃষ্ণা মেটাতে এগিয়ে এলো রাজশাহীের স্বেচ্ছাসেবী যুব সংগঠন গত কয়েক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে

‘মদের দোকান চালু করবে সৌদি আরব’

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব। তবে এটি চালু করা হচ্ছে শুধু অমুসলিম কূনীতিকদের জন্য।

জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না’-ধারণা উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমার ধারণা, জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ