ঠিকানা টিভি ডট প্রেস: সব ধর্ম-বর্ণের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (৮ নভেম্বর)। বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এমন মন্তব্য করেন ।
সেনপ্রধান বলেন, ‘অনেকেই পার্বত্য অঞ্চল থেকে এখানে এসেছেন। আমরা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদযাপন করা হোক। এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করব।’
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার আমি তাই করব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে সম্প্রীতির একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.