সমুদ্র সৈকতে লাইফ গার্ড কার্যক্রম বন্ধের পথে: পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: বন্ধের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফ গার্ড কর্মীদের কার্যক্রম। ফলে জীবিকা হারানোর শঙ্কায় যেমন উদ্বিগ্ন ২৭ জন প্রশিক্ষিত কর্মী, তেমনি পর্যটকদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় স্থানীয়রা ও আগত দর্শনার্থীরা।

২০১২ সাল থেকে পরীক্ষামূলকভাবে এবং ২০১৪ সাল থেকে পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ‘সিসেফ লাইফ গার্ড’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৭৯৫ জন ডুবে যাওয়া মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে।

প্রকল্প বন্ধের শঙ্কা

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) ‘সিসেফ’ প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন,

‘২০২৪ সালের ডিসেম্বরেই প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসকের অনুরোধে দাতা সংস্থা রয়াল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) আরও ৯ মাস সময় বাড়িয়েছে। বর্তমানে তা আগামী সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। প্রকল্প চলমান রাখার বিষয়ে স্থানীয় প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং হোটেল-মোটেল মালিক সমিতির সাথে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রকল্প বাড়ানোর সম্ভাবনার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’

সরকারি সহায়তার অপেক্ষায় সিসেফ

সিআইপিআরবি’র সিনিয়র অ্যাডভাইজার ড. শাইকুল ইসলাম হেলাল বলেন,

‘দাতা সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর প্রকল্পটির মেয়াদ বাড়াবে না। আমরা এরই মধ্যে মন্ত্রণালয় এবং সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আশাব্যঞ্জক সাড়া মেলেনি।’

জেলা প্রশাসনের উদ্যোগ

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন,

‘আমরা প্রকল্পটি আরও চালু রাখার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। যদিও এখনো সাড়া পাইনি, তবে হয়তো মন্ত্রণালয় বৃহৎ পরিসরে চিন্তা করছে।’

পর্যটকদের উদ্বেগ

ঢাকা থেকে আগত পর্যটক আসিফুর রহমান বলেন,

‘লাইফ গার্ডরা আমাদের নিরাপত্তার জন্য যে সচেতনতা এবং তৎপরতা দেখিয়ে থাকেন, তা প্রশংসার দাবি রাখে। তারা না থাকলে সাগরে নামা আরও বিপজ্জনক হয়ে উঠবে।’

স্থানীয় সাংবাদিক দীপক শর্মা দীপু বলেন,

‘প্রতিবছর বহু পর্যটককে উদ্ধার করেন লাইফ গার্ড সদস্যরা। তাদের নির্দেশনাও সাগরে নামার আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কার্যক্রম বন্ধ হলে মৃত্যুর ঝুঁকি বাড়বে।’

কর্মীদের কণ্ঠে উদ্বেগ

সিসেফ লাইফ গার্ড টিম লিডার ওসমান গনি বলেন,

‘আমরা দীর্ঘদিন ধরে অল্প বেতনে আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে এই দায়িত্ব পালন করছি। সমুদ্র এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা ঝুঁকি নিয়ে কাজ করি। প্রকল্প বন্ধ হলে শুধু আমাদের জীবিকা নয়, বরং পর্যটকদের জীবনও হুমকির মুখে পড়বে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ভোটাধিকার নিশ্চিত করাও এখন মানবাধিকার বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করা মৌলিক অধিকারের অন্যতম।

বাঁশখালী: মা ছিলেন পাশে কাপড় শুকাতে ব্যস্ত, অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর

আপনি সীমা লঙ্ঘন করেছেন: হাসনাতকে জিল্লুর রহমান

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, এত অতিকথন ভালো নয়।

ইত্যাদি এবার ঝিনাইদহে: বটবৃক্ষের ছায়ায় লোকসংস্কৃতি ও মানবিকতার বার্তা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ মে, শুক্রবার, রাত ৮টায়

শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ আল সাফায়েত আদিব 

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন শাহজাদপুর উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান