
মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটে অবস্হিত বহুল কাঙ্খিত এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির এি বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে,এ উপলক্ষ্যে গত মঙ্গলবার থেকে মনোনয়ন পত্র বিক্রি হচ্ছে,বুধবার শেষ দিন মনোনয়ন ফরম সভাপতি পদে বিক্রি হয়েছে ৫টি,সম্পাদক পদে ৩টি,সহ-সভাপতি পদে ৩টি,কার্যকরি সদস্য পদে ২৬টি ফরম বিক্রি করা হয়েছে। এই ব্যবস্হাপনা কমিটির সভাপতি পদে ১জন,সহ-সভাপতি পদে ১জন,সম্পাদক পদে ১জন ও কার্যকরি সদস্য পদে ৬ জনসহ মোট ৯ জন বিজয়ী হবেন।আগামী ২৭শে জানুয়ারি ধুলিয়াবাড়ী হাজী আঃকুদ্দুছ জুনিয়র হাই স্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটা ভোট গ্রহন চলবে।বণিক সমবায় সমিতির এই নির্বাচনে মোট ভোটার ১০৭১জন।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৮ শে ডিসেম্বর, যাঁচাই -বাছাই ও বৈধ মনোনয়ন পত্র প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ ৩০শে ডিসেম্বর, আপিলের রায় ৪ঠা জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১০শে জানুয়ারি,প্রতিক বরাদ্দ ১৪ই জানুয়ারি, ভোট গ্রহণ ও নির্বাচণী ফলাফল ঘোষণা করা হবে ২৭শে জানুয়ারি।