সমন্বয়ক পরিচয়ে টাকা তুলতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার কথা বলে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে টাকা তোলার সময় একটি চক্রকে হাতেনাতে ধরা হয়েছে। শনিবার (১৭ আগস্ট’) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ওই চক্রকে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

নিটোর পঙ্গু হাসপাতাল নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি পঙ্গু হাসপাতালে পোস্টার লাগিয়েছেন। ওই পোস্টারে লেখা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় হতাহতদের তথ্য ও সহায়তা কেন্দ্র’। এতে কয়েকজনের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করা হয়।

সমন্বয়ক দাবি করা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিটোর সমন্বয়ক সুহানা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ইসলাম, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মুহসিন আহমেদ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের জোবায়ের হোসেনসহ আরও এক শিক্ষার্থী।

এ খবর পেয়ে পঙ্গু হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের না জানিয়ে এভাবে টাকা তোলা হয়েছে।”

সমন্বয়ক বা সহসমন্বয়ক নামে যারা পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে ন্যূনতম কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন তিনি।’

স্বতঃপ্রণোদিত হয়ে কেউ আর্থিক সহায়তা দিতে চাইলে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,“যদি পরিবারের কেউ আহত হয়ে থাকেন, তাহলে নিজে গিয়ে নিজ হাতে টাকা দেবেন।”

তিনি আরও বলেন, “সমন্বয়কদের নামে দেশের বিভিন্ন জায়গায় টাকা তোলা হচ্ছে। সমন্বয়ক ও সহসমন্বয়ক পরিচয়ে কারও সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। কারণ, কেন্দ্রীয়ভাবে টাকাপয়সা তোলার কাজে উৎসাহ দিচ্ছি না। আমাদের প্রয়োজন পড়ছে না। বরং আমরা যে কাজটি করছি, আমরা সরকারকে এনাবল (ক্ষমতায়ন’) করছি। যেখানে টাকার প্রয়োজন হবে, সেখানে সরকার দিতে বাধ্য থাকবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে আমাদের একটা টাকাও লেনদেন নাই। আমরা কারও কাছ থেকে টাকা তুলিনি। এটাই ছিল আমাদের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যখনই টাকা আসে, তখনই আন্দোলন বিতর্কিত করার চেষ্টা থাকে।”

আহত ব্যক্তিদের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সব হাসপাতালে যাচ্ছি। সকালে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। সেখানে আহতদের জন্য আলাদা ইউনিট করে দেওয়া হয়েছে। সরকারি সব হাসপাতালে একই ব্যবস্থা করা হচ্ছে। আহতদের ওই সব ইউনিটে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি কামাল সম্পাদক নুরুল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা (সি.এন.জি) শ্রমিক ইউনিয়ন (রেজি:২৩৭৩) এর ২০২৫-২০২৭ সালের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২২

প্রেমের টানে আসা ভারতীয় কিশোরীকে বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে বাংলাদেশে কিশোর কিশোরী আসা নতুন কিছুই না। এখন যেন এটাই ট্রেন্ড হয়ে গেছে। ভিসা-পাসপোর্ট ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে

গভীর রাতে বন্ধুকে নিয়ে আপন বোনের ঘরে ঢুকে ভাই, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় ঋণের টাকা পরিশোধ করতে আপন বোনের বাসায় বন্ধুকে নিয়ে চুরি করতে গিয়েছিলেন। তবে বিষয়টি টের পেয়ে ভয়ে চিৎকার করলে বোনকে হাত-পা

কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষ্যে বঙ্গভবনে অনুষ্ঠেয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ঢাকায়

নোয়াখালী পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া’

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া পরিদর্শন করতে পৌঁছেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া। বুধবার (২০ মার্চ) সকাল সকাল ৮টায়

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে