সব কেন্দ্রে ভোটার আকাল পড়েছে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: তৃতীয় ধাপে বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের ১৬০টি কেন্দ্রের অধিকাংশ ভোটকেন্দ্রে চরম ভোটার আকাল লক্ষ করা গেছে। দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সকোরি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রের ৬টি বুথের মধ্যে একটিতেও ভোটার উপস্থিত নেই। প্রিজাইডিং-পোলিং ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়জিত আনসার ও পুলিশ যে যার মতো বসে অথবা দাঁড়িয়ে খোস গল্প করছেন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাহিত্যিক বরকত উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু সুফিয়ান বলেন, এ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৭০৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৬১টি। ভোট প্রদানের হার মাত্র ৩%। ভোট শুরুর ২ ঘণ্টা পর সকাল ১০টার রিডিংয়ে দেখা যায় এ কেন্দ্রের ১ নম্বর বুথে ১০ ভোট, ২ নম্বর বুথে ৮ ভোট, ৩ নম্বর বুথে ৯ ভোট, ৪ নম্বর বুথে ৩ ভোট, ৫ নম্বর বুথে ৫ ভোট ও ৬ নম্বর বুথে ১ ভোট পড়েছে।

অপরদিকে দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি না থাকায় এক মহিলা আনসার সদস্য চেয়ারে বসে ঘুমাচ্ছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখার সিনিয়র অফিসার কামরুজ্জামান জানান, দুপুর পর্যন্ত এ কেন্দ্রের ৯ নম্বর বুথে ৩ ভোট ও ১০ নম্বর বুথে ১৩ ভোট পড়েছে। মোট ৩ হাজার ৪৭৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩০০টি। ভোট প্রদানের হার মাত্র ৮%।

সাধারণ ভোটারদের মন্তব্য প্রার্থীরা বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে মিটিং মিছিল করলেও ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা না করায় তারা ভোট দিতে আগ্রহ দেখায়নি। এ ছাড়া শাহজাদপুর উপজেলা জুড়ে ধানকাটা শুরু হওয়ায় ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আনেনি। ফলে ভোটকেন্দ্রগুলিতে ভোটার আকাল দেখা গেছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ্ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ফলে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এখান ভোট গণনা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মূল্য তালিকা না থাকায় ও  মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর ও মুকুন্দগাঁতী বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

বাঁশখালীতে জামায়াতের মতবিনিময় সভা: পূজায় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পৌরসভা সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না’-ধারণা উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমার ধারণা, জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ, সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর

ইসকনের সঙ্গে চিন্ময় ও সনাতনী জোটের সম্পর্ক কী

ঠিকানা টিভি ডট প্রেস: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ নিরাপত্তার দাবিতে ধারাবাহিক আন্দোলনে নেমেছে। আন্দোলনের নেতৃত্বে থাকা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট