সব কেন্দ্রে ভোটার আকাল পড়েছে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: তৃতীয় ধাপে বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের ১৬০টি কেন্দ্রের অধিকাংশ ভোটকেন্দ্রে চরম ভোটার আকাল লক্ষ করা গেছে। দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সকোরি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রের ৬টি বুথের মধ্যে একটিতেও ভোটার উপস্থিত নেই। প্রিজাইডিং-পোলিং ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়জিত আনসার ও পুলিশ যে যার মতো বসে অথবা দাঁড়িয়ে খোস গল্প করছেন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাহিত্যিক বরকত উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু সুফিয়ান বলেন, এ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৭০৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৬১টি। ভোট প্রদানের হার মাত্র ৩%। ভোট শুরুর ২ ঘণ্টা পর সকাল ১০টার রিডিংয়ে দেখা যায় এ কেন্দ্রের ১ নম্বর বুথে ১০ ভোট, ২ নম্বর বুথে ৮ ভোট, ৩ নম্বর বুথে ৯ ভোট, ৪ নম্বর বুথে ৩ ভোট, ৫ নম্বর বুথে ৫ ভোট ও ৬ নম্বর বুথে ১ ভোট পড়েছে।

অপরদিকে দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি না থাকায় এক মহিলা আনসার সদস্য চেয়ারে বসে ঘুমাচ্ছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখার সিনিয়র অফিসার কামরুজ্জামান জানান, দুপুর পর্যন্ত এ কেন্দ্রের ৯ নম্বর বুথে ৩ ভোট ও ১০ নম্বর বুথে ১৩ ভোট পড়েছে। মোট ৩ হাজার ৪৭৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩০০টি। ভোট প্রদানের হার মাত্র ৮%।

সাধারণ ভোটারদের মন্তব্য প্রার্থীরা বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে মিটিং মিছিল করলেও ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা না করায় তারা ভোট দিতে আগ্রহ দেখায়নি। এ ছাড়া শাহজাদপুর উপজেলা জুড়ে ধানকাটা শুরু হওয়ায় ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আনেনি। ফলে ভোটকেন্দ্রগুলিতে ভোটার আকাল দেখা গেছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ্ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ফলে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এখান ভোট গণনা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ছেলেকে থানায় দিয়েছেন বাবা। বুধবার (২৭ নভেম্বর)

টাঙ্গাইলে মাদক বিরোধী প্রচারণায় সাইকেল র‍্যালি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইলে মাদক বিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে

রাতেই আসছে ১০নং মহাবিপদ সংকেত: দুর্যোগ প্রতিমন্ত্রী

ঠিকানা টিভি ডট প্রেস: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। এটি এমন একটি তালিকা, যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ

চিন্ময়ের দায় নেবে না ইসকন, জানাল সংগঠনটি

নিজস্ব প্রতিবেদক: চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।এসময় ইসকনের সাধারণ সম্পদক চারু চন্দ্র দাস ব্রক্ষ্মচারী জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাসের

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে, লাইনম্যানকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক: লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে হামলা চালিয়েছে পল্লীবিদ্যূতের সাবস্টেশনে। সেসময় বিক্ষুব্ধ জনতা পল্লীবিদ্যূতের লাইনম্যান গিয়াস উদ্দীনকে পিটিয়ে আহত